কুড়িগ্রামে করোনা সচেতনতায় পৌরসভায় বিধি নিষেধ আরোপ

বুধবার, ১৬ জুন ২০২১
জেলা বার্তা পরিবেশক, কুড়িগ্রাম

কুড়িগ্রাম পৌরসভার ৩টি ওয়ার্ডে করোনা ভাইরাসের উচ্চ ঝুঁকির প্রকোপ বৃদ্ধি পাওয়ায় সোমবার (১৪ জুন) সন্ধ্যা ৬টা থেকে আগামি ২১জুন পর্যন্ত এক সপ্তাহের জন্য বিধি নিষেধ আরোপ করা হয়েছে। এসময় গুরুত্বপূর্ণ এই এলাকাগুলোতে যানচলাচলে বিশেষ বিধি নিষেধ আরোপ করে মূল সড়কে বাঁশ দিয়ে বেড়িকেট দেয়া হয়। জেলা প্রশাসনের এই বিধি নিষেধ আপাতত: পৌরসভার ২, ৩ ও ৭নং ওয়ার্ডে ৩১টি পাড়ায় কার্যকর থাকবে। পরিস্থিতির উন্নতি না হলে পরবর্তীতে জেলা করোনা কমিটি লক ডাউনের বিষয়ে সিদ্ধান্ত জানাবে বলে পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা সাংবাদিকদের জানিয়েছেন।

বিধি নিষেধ আরোপকালীন সময়ে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনাকালিন পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরাসহ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. সুজাউদ্দৌলা, অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার কল্লোল দত্ত, সদর থানার অফিসার ইনচার্জ খান মো.শাহরিয়ার, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি এডভোকেট আহসান হাবীব নীলুসহ জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম জানান, গত এক সপ্তাহে পৌরসভায় ৪৮জন করোনা রোগী সনাক্ত হয়েছে। এরমধ্যে ২, ৩ ও ৭নং ওয়ার্ডে আক্রান্তের সংখ্যা ৩৬জন। দুই নং ওয়ার্ডে ৫জন, তিন নং ওয়ার্ডে ১০জন এবং ৭নং ওয়ার্ডে ২১জন।

‘সারাদেশ’ : আরও খবর

» খুলনায় লেদ থেকে অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার, আটক ৩

» যশোরে বাবার সামনে ছুরি মেরে রিকশাচালককে খুন

সম্প্রতি