image

দিনাজপুরে শনাক্তের হার ৩৬.৯৭ শতাংশ, ঢিলেঢালা লকডাউন চলছে সদরে

দিনাজপুর প্রতিনিধি:

গত ২৪ ঘন্টায় দিনাজপুরে ৭’শ ৪৪ জনকে পরীক্ষা করে ২৭৫ জনের দেহে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। আর এদের মধ্যে ১ শ ৯০ জনই সদরে। তিনজনের মৃত্যুও হয়েছে সদরে। শনাক্তের হার ৩৬.৯৭% । জেলায় মোট আক্রান্ত ৬ হাজার ৭১৮ জন। সদরেই আক্রান্ত মোট ৩ হাজার ৮৭৪ জন। মৃত্য হয়েছে এপর্যন্ত ১ শ ৪৭ জনের যার মধ্যে সদরে মৃত্যু ৭৪ জন।

সদরে লকডাউনে মানুষের চলাচলের ওপর বিধি-নিষেধ আরোপ করা হলেও মানুষজন স্বাস্থ্যবিধি মোটেও মেনে চলছে না। আজ বৃহষ্পতিবার লকডাউন এর তৃতীয় দিনেও অনেকটা ঢিলেঢালাভাবে চলছে।

স্বাস্থ্যবিধি অমান্য করে হালকা যানবাহন ও মানুষজন সড়ক মহা সড়কে অবাধে বিচরন করছে। লকডাউন চলবে আগামী ২১ জুন রাত ১২ পর্যন্ত্য।

লকডাউন এর আওতায় বাস মাইক্রোবাস কার চলাচল বন্ধসহ অন্যান্য হালকাযানবাহন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। এ সড়কগুলোতে আটোরিস্কা চলাচলের সংখ্যাই বেশি। অপ্রয়োজনে মানুষজন নানা অজুহাতে সড়কে চলাচল করছে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে। তবে দোকানপাটসহ বিপনী বিতানগুলো বন্ধ রয়েছে।

বেশ কয়েকজন ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে বিজিবি, র‌্যাব, পুলিশ টহলঅব্যাহত রেখেছে। শহরের প্রবেশ দ্বারে পুলিশ চেকপোস্ট বসিয়ে অন্যান্যাস্থান থেকে আসা যানবাহনকে বাধা প্রদান করছে। শহরের বিভিন্ন পয়েন্টেঅটোবাইক আটকসহ মানুষজনদের স্বাস্থ্যবিধি অমান্যের কারনে জেল জরিমানা অব্যাহত রেখেছে।

‘সারাদেশ’ : আরও খবর

» ময়মনসিংহ হাসপাতালের নতুন ভবনে আগুন, আতঙ্কে রোগী ও স্বজনরা রাস্তায়

» মহাসড়কে দুর্ঘটনা

» ডিমলার নাউতার-বুড়ি তিস্তা-কুমলাই-ধুম নদী পুনঃখননে জরুরি সরকারি অর্থ বরাদ্দের দাবি

» চট্টগ্রামে পার্কের দরজায় মিলল কাঁথায় মোড়ানো শিশু

» মুরাদনগর থানার পুলিশ পরিদর্শকের অশালীন আচরণের ভিডিও ভাইরাল

» বাংলা চ্যানেল পাড়ি দিলেন ৩৫ সাতারু

» রংপুর মেডিকেলে টেন্ডার জালিয়াতি

» সিংগাইরে পৌনে ২ বছরেও শেষ হয়নি রাস্তার মেরামত কাজ

সম্প্রতি