পটুয়াখালীর মির্জাগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে খালেক হাওলাদার (৫৫) নামে এক টিউবওয়েল শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৭ জুন) বেলা এগারোটার দিকে এ ঘটনাটি ঘটে। মৃত ব্যক্তি উপজেলার আমড়াঁগাছিয়া ইউনিয়নের দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের মৃত মোহাম্মদ হাওলাদারের ছেলে।
ঘটনার প্রত্যক্ষদর্শী আরেক শ্রমিক শহিদ হোসেন জানান, ঘটনার দিন সকালে তারা পার্শ্ববর্তী বেতাগী উপজেলার বিবিচিনি ইউনিয়নের ডিসিরহাট এলাকায় টিউবওয়েল বসানোর কাজ করছিল। তখন খালেক হাওলাদার পানি উঠানোর জন্য বৈদ্যুতিক মটারের সংযোগ দিতে গেলে তিনি হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় মির্জাগঞ্জ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিববুল্লাহ জানান, বিদ্যুৎস্পৃষ্ঠে এক ব্যক্তি মারা যাওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
আন্তর্জাতিক: পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে তুমুল সংঘর্ষ
অপরাধ ও দুর্নীতি: ব্যাগভর্তি জাল টাকা, হাসপাতালে বিল দেয়ার সময় আটক তিন
সারাদেশ: সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি