দশমিনায় আদালত চালুর দাবিতে আইনজীবীদের মানববন্ধন

শনিবার, ১৯ জুন ২০২১
প্রতিনিধি, দশমিনা (পটুয়াখালী)

পটুয়াখালীর দশমিনা উপজেলায় স্বাস্থ্যবিধি রক্ষা করে নিয়মিত আদালতের কার্যক্রম চালু করার দাবিতে দশমিনা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করেন উপজেলার আইনজীবীগন। মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা আইনজীবীদের প্রতিনিধি ও জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাড. ইকবাল মাহমুদ লিটন, উপজেলা আইনজীবী কল্যাণ সমিতির সভাপতি এ্যাড. সিকদার গোলাম মোস্তফা, সাবেক সাধারন সম্পাদক এ্যাড. ইকবাল হোসেন, এ্যাড. এনামুল হক রতন, এ্যাড. এনির হোসেন, এ্যাড খোরশেদ আলম, এ্যাড. গাজী সহিদ প্রমুখ। দীর্ঘদিন যাবৎ মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভার প্রতিরোধে আদালতের বিচারিক কার্যক্রম বন্ধ থাকায় শত শত বিচার প্রার্থীরা বিপাকে পড়ছে। বক্তারা আইন মন্ত্রীর মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট সবিনয় নিবেদন অনতিবিলম্ভে বিচার বিভাগের বিচারিক কার্যক্রম নিয়মিত ভাবে চালু করার দাবী জানিয়েছে।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি