image

একমাস পর আদালতের নির্দেশে কবর থেকে লাশ উত্তোলন

রোববার, ২০ জুন ২০২১
প্রতিনিধি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ)

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কিশোরীকে ধর্ষণ ও অবৈধ গর্ভপাত ঘটিয়ে হত্যার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ ৫জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলার ১মাস পর আদালতের নির্দেশে কবর থেকে লাশ উত্তোলন করা হচ্ছে।

জানা যায়, উপজেলার উচাখিলা ইউপির চরআলগী গ্রামের স্বপন মিয়ার কন্যা স্বর্ণাকে মিথ্যা প্রলোভনে ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক দৈহিক সম্পর্ক গড়ে তোলায় সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে বিষয়টি ধামাচাপা দেয়ার জন্য কবিরাজী ঔষধ সেবন করায় অতিরিক্ত রক্তক্ষরণ হলে ৯ মে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থায় অবনতি হওয়ায় ডাক্তার তাকে ঢাকায় রেফার্ড করেন। ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সস হাসপাতালে মারা যায়।

নিহতের লাশ ময়নাতদন্ত ছাড়াই ঢাকা থেকে এনে বাবাকে না জানিয়ে স্থানীয় ভাবে দাফন না করে, প্রায় ২৫ কিলোমিটার দূরে ইসলামপুর জামিয়া গাফুরিয়া মাদ্রাসার কবর স্থানে লাশ কবর দেয়া হয়। এঘটনায় স্বপন মিয়া ২৩ মে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে চেয়ারম্যানসহ ৫জনকে আসামী করে মামলা করেন। মামলা নং ৬৪। ট্রাইব্যুনালের নির্দেশে ঈশ্বরগঞ্জ থানায় মামলা এফআইআর করা হয়। পরে মামলাটি জেলা গোয়েন্দা (ডিবি) তে হস্তান্তর হয়। ডিবি’র আবেদনের প্রেক্ষিতে আদালত লাশ উত্তোলনের নির্দেশ দেয়। ওই মামলার তদন্তকারী কর্মকর্তা ফারুক আহাম্মেদ জানান, সোমবার ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশটি উত্তোলন করা হবে।

‘সারাদেশ’ : আরও খবর

» শামীম ওসমানের ‘ঘনিষ্ঠ অনুসারী’ ও সাত খুনে দন্ডিত নূর হোসেনর ছোট ভাই গ্রেপ্তার

সম্প্রতি