image

বগুড়ায় আদিবাসী নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

সোমবার, ২১ জুন ২০২১
জেলা বার্তা পরিবেশক, বগুড়া

বগুড়ার শেরপুর উপজেলায় শ্রীমতি সুন্দরী তাঁতি (৫৫) নামের এক আদিবাসী নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ জুন) সকালে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের হাতিগাড়া গ্রামস্থ বসতবাড়ির নিজ শয়নকক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়। সেই সঙ্গে ময়নাতদন্তের জন্য লাশ বগুড়ায় পাঠানো হয়েছে। নিহত শ্রীমতি সুন্দরী তাঁতি ওই গ্রামের শ্রী মনি তাঁতির স্ত্রী।

শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম জানান, রবিবার (২০জুন) সন্ধ্যার দিকে বাড়ির লোকজন শ্রীমতি সুন্দরী তাঁতিকে ডাকাডাকির পর কোনো সাড়া শব্দ না পেয়ে ঘরের ভেতরে ঢুকে শয়নকক্ষের তীরের সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরবর্তীতে থানায় সংবাদ দেওয়া হলে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।

পারিবারিক কলহের জের ধরে স্বামীর ওপর অভিমান করে ওই নারী ঘরের তীরের সঙ্গে শাড়ি কাপড় পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানার জন্য নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন হাতে পাওয়া গেলেই কেবল এটি হত্যা না আত্মহত্যা তা সঠিক করে বলা সম্ভব হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

‘সারাদেশ’ : আরও খবর

» চাকরি স্থায়ী হচ্ছে না চট্টগ্রাম ওয়াসার কর্মচারীদের, কাফনের কাপড় পরে বিক্ষোভ

» পীরগঞ্জে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

» র‌্যাব কর্মকর্তার স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে স্বর্ণালঙ্কার লুট

» ডেঙ্গু: আরও ৪১১ জন ভর্তি, মৃত্যু ৩

» পঞ্চগড়ে তাপমাত্রা নেমেছে ৮ ডিগ্রিতে, বইছে মৃদু শৈত্যপ্রবাহ

সম্প্রতি