image

দেশে ডেঙ্গুরোগীর সংখ্যা বাড়ছে

সংবাদ অনলাইন রিপোর্ট

দেশে গত কিছুদিন ধরে ডেঙ্গুরোগীর সংখ্যা বাড়ছে। জুলাই মাসে এখন পর্যন্ত সর্বোচ্চ সংখ্যাক ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। আর কোনও মাসে এত ডেঙ্গু রোগী পাওয়া যায়নি। জুলাইয়ের ২১ দিনেই ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৯৮৮ জন। এদের ৯৯ শতাংশই ঢাকার।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩ জন শনাক্ত হয়েছেন, তারা ঢাকার বাসিন্দা।

বুধবার (২১ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে এখন পর্যন্ত ৪০৬ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকাতেই আছেন ৩৯৮ জন, আর বাকি ৮ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। এ বছরের ১ জানুয়ারি থেকে ২১ জুলাই পর্যন্ত এক হাজার ৩৬০ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ৯৫১ জন।

এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ৩ জনের মৃত্যুর তথ্য পর্যালোচনার জন্য রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

‘সারাদেশ’ : আরও খবর

» ডিমলায় নারী নির্যাতনের অভিযোগ ঢাকতে অভিযুক্ত চিকিৎসকের রহস্যজনক বদলি

সম্প্রতি