ময়মনসিংহের ধোবাউড়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারী এম্বুলেন্স দুর্ঘটনায় পড়ে ভিতরে থাকা এক রোগী নিহত হয়েছে। শুক্রবার (১৫ অক্টোবর) রাত আনুমানিক ৮ টায় রোগী নিয়ে ময়মনসিংহ যাওয়ার পথে হরিয়াগাই নামক স্থানে এম্বুলেন্সটি দূর্ঘটনার কবলে পড়ে। এসময় ভিতরে থাকা রোগী ,তাদের স্বজন এবং গাড়িচালক আহত হয়। পরে আহত অবস্থায় তাদের ময়মনসিংহ মেডিকেলে ভর্তি করা হলে রাত আনুমানিক ১২ টায় এক রোগীর মৃত্যু হয়। নিহত ঐ রোগীর নাম আব্দুল সাত্তার (পান দোকানী) । তিনি উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের কালিকাবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় এর পাশে রামসিংহপুর গ্রামের বাসিন্দা । এ ঘটনায় গাড়ি চালক এবং রোগীর সাথে থাকা ৫ জন আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু হাসান শাহিন মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন আমি ঘটনাস্থলে রয়েছি।
অপরাধ ও দুর্নীতি: দেশে ও লন্ডনে আনোয়ারুজ্জামানের বিপুল সম্পদের তথ্য পেয়েছে দুদক
অপরাধ ও দুর্নীতি: ৪৩ বছর ধরে প্লট দখলে আমলা-রাজনীতিকরা, বঞ্চিত স্থানীয় চাষিরা
নগর-মহানগর: আরও কয়েকটি এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা