পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন, দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার দিনরাত কাজ করে যাচ্ছে। তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে শারদীয় দুর্গাপূজার সময় যে বা যারা এ ঘটনা ঘটিয়েছে, তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেবে সরকার।
আজ (১৬ অক্টোবর) শনিবার মন্ত্রী মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার দক্ষিণভাগ বাজারের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
শাহাব উদ্দিন বলেন,‘কানও অবস্থায়ই দেশের উন্নয়ন ব্যাহত করতে দেয়া হবে না। কাজেই দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার জন্য আমাদের সকলেরই শেখ হাসিনার নেতৃত্বের প্রতি অবিচল আস্থা রাখতে হবে।’ এরআগে, পরিবেশমন্ত্রী বড়লেখা উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের মামুদতকী বাজারে উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
অপরাধ ও দুর্নীতি: দেশে ও লন্ডনে আনোয়ারুজ্জামানের বিপুল সম্পদের তথ্য পেয়েছে দুদক
অপরাধ ও দুর্নীতি: ৪৩ বছর ধরে প্লট দখলে আমলা-রাজনীতিকরা, বঞ্চিত স্থানীয় চাষিরা
নগর-মহানগর: আরও কয়েকটি এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা