image

????????? ??????? ??????

ষড়যন্ত্রকারী, অপশক্তির বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহ্বান

শনিবার, ১৬ অক্টোবর ২০২১
নিজস্ব বার্তা পরিবেশক

গণতন্ত্রী পার্টির সভাপতি ব্যারিস্টার আরশ আলী ও সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন এক যৌথ বিবৃতিতে বলেন, বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বী হিন্দুদের বড় উৎসব শারদীয় দূর্গা উৎসব। এই দূর্গা উৎসবে একশ্রেণীর ষড়যন্ত্রকারী অশুভ শক্তি দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য এক হীন ষড়যন্ত্রে লিপ্ত। কুমিল্লার ঘটনাকে তদন্ত করে সারাদেশে হিন্দুদের পূজা মণ্ডপে ও বাড়িঘরে হামলা, ভাংচুর, আগুন লাগানো ও হত্যাযজ্ঞসহ এক বিভীষিকাময় পরিস্থিতি সৃষ্টি করেছে। যা ৭১ সালের ভয়াবহ অত্যাচারকে স্মরণ করিয়ে দেয়। ধর্মের নামে উন্মাদনা সৃষ্টি করে ষড়যন্ত্রকারীরা ফায়দা লুটতে চায়। নোয়াখালীর চৌমহনী, চট্টগ্রাম, কুমিল্লাসহ সারাদেশে বিভিন্ন স্থানে ভাংচুর, লুটপাট ও হত্যাযজ্ঞ এবং পবিত্র কোরআন শরীফ অবমাননার সাথে জড়িত ষড়যন্ত্রকারীদের চিহ্নিত, গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে।

একই সাথে দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্রকারী অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি