সীতাকুন্ডে সরকারি পুকুর ভরাটের চেষ্টা

বুধবার, ২৪ নভেম্বর ২০২১
প্রতিনিধি, সীতাকুন্ড (চট্টগ্রাম)

সীতাকুন্ডে সরকারি পুকুর ভরাট করে দোকান নির্মাণের কাজ বন্ধ করে দিয়েছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২২ নভেম্বর) দিন-দুপুরে একটি চক্র ১০-১২ জনের একটি দল সোনাইছড়ি ইউনিয়নের বারআউলিয়া ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন সরকার বওনা পুকুর (মসজিদ পুকুর) ভরাট করে স্থাপনা নির্মাণ করার চেষ্টা চালিয়েছে মোর্শেদ ও তার ভাই রিপন। এ ময় এলাকাবাসী বারআউলিয়া হাইওয়ে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে ভরাটের কাজ বন্ধ করে দেয়। সরেজমিনে গিয়ে জানা যায়, পুকুরটিতে মসজিদের শত শত মুসল্লী দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজের অজু করে নামাজ আদায় করেন এবং আশে পাশের বাড়ি ঘর ও ভাড়া ঘরে বসবাসরত পরিবারের লোকজন গোসলসহ দৈনন্দিন নানা কাজে এ পুকুরের পানি ব্যবহার করেন।

পুকুর ভরাটকারী মোরশেদ জানায়, তার চাচার কাছ থেকে পুকুরের অংশ ভাড়ায় নিয়ে তা ভরাট করে লোহার ডিপো নির্মাণ করছিল।

‘সারাদেশ’ : আরও খবর

» চাকরি স্থায়ী হচ্ছে না চট্টগ্রাম ওয়াসার কর্মচারীদের, কাফনের কাপড় পরে বিক্ষোভ

» পীরগঞ্জে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

» র‌্যাব কর্মকর্তার স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে স্বর্ণালঙ্কার লুট

» ডেঙ্গু: আরও ৪১১ জন ভর্তি, মৃত্যু ৩

» পঞ্চগড়ে তাপমাত্রা নেমেছে ৮ ডিগ্রিতে, বইছে মৃদু শৈত্যপ্রবাহ

সম্প্রতি