পটুয়াখালীর ২নং মির্জাগঞ্জ ইউনিয়ন পরিষদের নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রিজাইডিং কর্মকর্তা মো. হুমাউন কবির (৪৭) স্ট্রোক করে মৃত্যুবরণ করেছে। মৃত্যুর আগে ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন শেষে শনিবার (২৭ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে পার্শ্ববর্তী চেয়ারম্যান বাড়ির দিকে অগ্রসর হলে পথিমধ্যে তিনি অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
তিনি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার ২নং মির্জাগঞ্জ ইউনিয়ন পরিষদের নির্বাচনে ৩নং ওর্য়াডের ভাজনা কদমতলা নূরানী আলিম মাদরাসার সহকারী প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন। মো. হুমাউন কবির দুমকী উপজেলা সমাজসেবা অফিসের ফিল্ড সুপার ভাইজার হিসেবে কর্মরত ছিলেন এবং তার গ্রামের বাড়ি দুমকী উপজেলায়। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা রিটার্নিং অফিসার ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো.আরাফাত হোসেন।
আন্তর্জাতিক: গাজাবাসীর অন্তহীন শীতের রাতের দুঃসহ বেদনা
অর্থ-বাণিজ্য: আমদানি চাপে বাণিজ্য ঘাটতি বেড়ে ৭৫০ কোটি ডলার
ক্যাম্পাস: ওসমান হাদীর মৃত্যুতে জবিতে দোয়া মাহফিল
অর্থ-বাণিজ্য: শওকত আজিজ আবারও বিটিএমএর সভাপতি