ঢাকা থেকে জামালপুরগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনের দুই বগির সংযোগ বিচ্ছিন্ন হয়ে পেছনের বগিটি আলাদা হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় এক ঘণ্টা বন্ধ ছিল ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ ।
শনিবার (৪ ডিসেম্বর) বেলা ১১টার দিকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস (বাকৃবি) এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান।
তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনটি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় আসতেই পিছনের একটি বগির সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিষয়টি চালক বুঝতে পেরে ট্রেন থামিয়ে স্টেশনে যোগাযোগ করেন। পরে রিলিফ ট্রেন ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় বগি উদ্ধার করে রেলওয়ে স্টেশনে আসে। পরে ট্রেনটি জামালপুরের উদ্দেশ্যে ময়মনসিংহ স্টেশন ছাড়ে।
এ ঘটনায় হাওর এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিংহ স্টেশনে আটকে ছিল বলেও জানান রেলওয়ে থানার এ কর্মকর্তা।
আন্তর্জাতিক: পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে তুমুল সংঘর্ষ
অপরাধ ও দুর্নীতি: ব্যাগভর্তি জাল টাকা, হাসপাতালে বিল দেয়ার সময় আটক তিন
সারাদেশ: সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি