ঠাকুরগাঁও রানীশংকৈল-পীরগঞ্জ সড়কে নৈশ কোচ ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে সাফেদা বেগম (৪৫) নামে এক মহিলা নিহত হয়েছেন। বুধবার সকাল ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সাফেদা বেগম জেলার হরিপুর উপজেলার বকুয়া বটতলা গ্রামের হাসান আলীর স্ত্রী। একই ঘটনায় নবীন চন্দ্র নামে একজন আহত হয়েছেন।
জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী কোচটি রানীশংকৈল আসছিল। সিএনজিটি পীরগঞ্জ যাচ্ছিল। পথিমধ্যে আব্দুর রহিম ফিলিং স্টেশনের কাছে তাদের মুখোমুখি সংঘর্ষে হয়। এতে সিএনজির যাত্রী সাফেদা বেগম ঘটনাস্থলেই নিহত হন।
অপরদিকে রানীশংকৈল উপজেলার বলিদ্বারা গ্রামের মৃত রমেশ চন্দ্রের ছেলে নবীন চন্দ্র গুরুতর আহত হন। নবীন চন্দ্রকে রানীশংকৈল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রানীশংকৈল থানার এসআই খাজিম উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞান ও প্রযুক্তি: সিইএস ২০২৬ প্রদর্শনীতে আসুসের আরওজি গেমিং ল্যাপটপ উন্মোচন
বিজ্ঞান ও প্রযুক্তি: গ্রাহক তথ্যের সুরক্ষায় আইএসও সনদ পেল বাংলালিংক
বিজ্ঞান ও প্রযুক্তি: রামগঞ্জের ১১১ শিক্ষার্থীকে বৃত্তি দিল স্মার্ট টেকনোলজিস