image

বগুড়া মোটর মালিক গ্রুপের নির্বাচনে ৩৮জন প্রার্থীর মনোনয়ন জমা

বুধবার, ০৮ ডিসেম্বর ২০২১
প্রতিনিধি, বগুড়া:

নির্বাচনের ৩৮ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। বুধবার মনোনয়ন পত্র দাখিল করা হয়েছে। আগামী ২৮ ডিসেম্বর নির্বাচনে ১৯ টি সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

বুধবার (৮ ডিসেম্বর) বিকেল ৯টা থেকে ৪ টা পর্যন্ত চারমাথা কেন্দ্রিয় বাস টার্মিনালস্থ নির্বাচন বোর্ড কার্যালয়ে পরিবহন মালিকরা সদস্য পদে নির্বাচনের জন্য মনোনয়ন ফরম জমাদেন।

এর আগে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। ২দিন ব্যাপি উৎসবমূখর পরিবেশে যাচাইবাছাই শেষে বগুড়া জেলা মোটর মালিক গ্রুপের ৫৮২ জন ভোটারের নাম চূড়ান্ত করা হয়।

বগুড়া জেলা মোটর মালিক গ্রুপের নির্বাচন বোর্ডের আহবায়ক খোরশেদ আলম জানান, ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে পরিবহন মালিকরা সদস্য পদে নির্বাচনে অংশগ্রহন করতে ইতিমধ্যেই ৩৮জন মনোনয়ন ফরম জমা দিয়েছেন। ৮ ডিসেম্বর মনোনয়ন পত্র দাখিল করেছেন, ৯ ডিসেম্বর যাচাই বাছাই, ১০ ডিসেম্বর দাখিলকারীদের নাম প্রকাশ শেষে ১৩ ডিসেম্বর চুড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। ১৪ ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহারের দিন নির্ধারিত রয়েছে। ২৮ ডিসেম্বর গোপন ব্যালট পেপারের মাধ্যমে সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

‘সারাদেশ’ : আরও খবর

» চাকরি স্থায়ী হচ্ছে না চট্টগ্রাম ওয়াসার কর্মচারীদের, কাফনের কাপড় পরে বিক্ষোভ

» পীরগঞ্জে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

» র‌্যাব কর্মকর্তার স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে স্বর্ণালঙ্কার লুট

» ডেঙ্গু: আরও ৪১১ জন ভর্তি, মৃত্যু ৩

» পঞ্চগড়ে তাপমাত্রা নেমেছে ৮ ডিগ্রিতে, বইছে মৃদু শৈত্যপ্রবাহ

সম্প্রতি