নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী নোয়াখালী পৌরসভা নির্বাচনের দুই দিন আগে সুধারাম মডেল থানার ওসি মো. সাহেদ উদ্দিনকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) রাতে জেলা পুলিশ সুপার কার্যালয় থেকে তাকে প্রত্যাহারের আদেশ দেওয়া হয়।
এর আগে একই দিন সন্ধ্যায় নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী সচিব মো. আশফাকুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে ওসি মোহাম্মদ সাহেদ উদ্দিনকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়। নির্বাচন কমিশনের পক্ষ থেকে ওই চিঠি পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) পাঠানো হয়েছে।
নোয়াখালী জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রশাসনিক কারণে নির্বাচন কমিশনের নির্দেশে ওসি সাহেদ উদ্দিনকে থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। তাঁর স্থলে শিগগিরই একজন নতুন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে।
নির্বাচন কমিশনের চিঠিতে বলা হয়, নোয়াখালী সদর পৌরসভার নির্বাচনের সময় প্রশাসনিক কারণে সুধারাম মডেল থানার ওসি সাহেদ উদ্দিনকে প্রত্যাহার করার জন্য নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে। সাহেদ উদ্দিনকে প্রত্যাহার করে তাঁর জায়গায় একজন উপযুক্ত কর্মকর্তা পদায়ন করে বিষয়টি নির্বাচন কমিশন সচিবালয়কে অবহিত করতে বলা হয়েছে।
উল্লেখ্য, আগামী ১৬ জানুয়ারি নোয়াখালী জেলা শহর মাইজদী নিয়ে গঠিত প্রথম শ্রেণির পৌরসভায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে মেয়র পদে সাত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র মো. সহিদ উল্যাহ খান। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়েছেন লুৎফুল হায়দার। এতে পুরুষ ভোটার ৩৭ হাজার ৪০১ ও নারী ভোটার ৩৮হাজার ৩২৫জনসহ মোট ভোটার ৭৫ হাজার ৭২৬ জন। মেয়র পদে সাত জন, ৯টি ওয়ার্ডে সংরক্ষিত কাউন্সিলর ১৪ জন এবং সাধারন কাউন্সিলর পদে ৬৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
শুক্রবার, ১৪ জানুয়ারী ২০২২
নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী নোয়াখালী পৌরসভা নির্বাচনের দুই দিন আগে সুধারাম মডেল থানার ওসি মো. সাহেদ উদ্দিনকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) রাতে জেলা পুলিশ সুপার কার্যালয় থেকে তাকে প্রত্যাহারের আদেশ দেওয়া হয়।
এর আগে একই দিন সন্ধ্যায় নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী সচিব মো. আশফাকুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে ওসি মোহাম্মদ সাহেদ উদ্দিনকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়। নির্বাচন কমিশনের পক্ষ থেকে ওই চিঠি পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) পাঠানো হয়েছে।
নোয়াখালী জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রশাসনিক কারণে নির্বাচন কমিশনের নির্দেশে ওসি সাহেদ উদ্দিনকে থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। তাঁর স্থলে শিগগিরই একজন নতুন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে।
নির্বাচন কমিশনের চিঠিতে বলা হয়, নোয়াখালী সদর পৌরসভার নির্বাচনের সময় প্রশাসনিক কারণে সুধারাম মডেল থানার ওসি সাহেদ উদ্দিনকে প্রত্যাহার করার জন্য নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে। সাহেদ উদ্দিনকে প্রত্যাহার করে তাঁর জায়গায় একজন উপযুক্ত কর্মকর্তা পদায়ন করে বিষয়টি নির্বাচন কমিশন সচিবালয়কে অবহিত করতে বলা হয়েছে।
উল্লেখ্য, আগামী ১৬ জানুয়ারি নোয়াখালী জেলা শহর মাইজদী নিয়ে গঠিত প্রথম শ্রেণির পৌরসভায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে মেয়র পদে সাত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র মো. সহিদ উল্যাহ খান। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়েছেন লুৎফুল হায়দার। এতে পুরুষ ভোটার ৩৭ হাজার ৪০১ ও নারী ভোটার ৩৮হাজার ৩২৫জনসহ মোট ভোটার ৭৫ হাজার ৭২৬ জন। মেয়র পদে সাত জন, ৯টি ওয়ার্ডে সংরক্ষিত কাউন্সিলর ১৪ জন এবং সাধারন কাউন্সিলর পদে ৬৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।