image
ফাইল ছবি

গাড়ী ভাঙচুর মামলা: কৃষক শ্রমিক জনতালীগের ২৫ নেতাকর্মী কারাগারে

শুক্রবার, ১৪ জানুয়ারী ২০২২
প্রতিনিধি, সখীপুর(টাঙ্গাইল):

টাঙ্গাইলের সখীপুরে ২০১৮ সালের ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে পুলিশের গাড়ি ভাঙচুরের মামলায় কৃষক শ্রমিক জনতালীগের জেলা উপজেলার ২৫ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) টাঙ্গাইল আদালতে ওই ২৫ নেতাকর্মী জামিনের জন্য আবেদন করলে সখীপুর আমলি আদালতের ম্যাজেস্ট্রেট ফারজানা ইসলাম তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠান।

এদের মধ্যে উল্লেখযোগ্য নেতাকর্মীরা হচ্ছেন– জেলা কৃষক শ্রমিক জনতালীগের সহ-সভাপতি কালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম সরকার লাল, গজারিয়া ইউনিয়ন কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি বাদল হোসেন, হাতিবান্ধা ইউনিয়ন কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি হুমায়ন আহমেদ, কৃষক শ্রমিক জনতালীগ নেতা রিপন আহমেদ, নবী মেম্বার, আমির মেম্বার, বাবুল হোসেন, জাবেদ আলী, আকবর মেম্বার, আমির আলী, উপজেলা ছাত্র আন্দোলনের সহ-সভাপতি ইমরুল হাসান সিকদার, শামীম আহমেদ।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি