গাইবান্ধার সুন্দরগঞ্জে উত্তর মরুয়াদহ গ্রামে আদালতের আদেশ অমান্য করে জমিতে বোরো ধানের চারা রোপণ করায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
জানা গেছে, উপজেলার ছাপরহাটি ইউনিয়নের উত্তর মরুয়াদহ গ্রামের মৃত্যু জয়নাল আবেদীনের পুত্র আব্দুল জলিলের সঙ্গে একই গ্রামের মৃত্যু এবারত উল্লার পুত্র ইসমাইল হোসেন গংদের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। আব্দুল জলিল গত ৩ জানুয়ারি গাইবান্ধার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালতে একটি মামলা দায়ের করেন। আদালত জমিতে স্থিতাবস্থা বজায় রাখার জন্য সুন্দরগঞ্জ থানা অফিসার ইনচার্জকে নির্দেশ দিলে এস আই রায়হানুজ্জামান গত ৭ জানুয়ারি নোটিস জারি করেন। এর পরও ইসমাইল গং বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বিরোধপূর্ণ জমিতে আদালতের আদেশ অমান্য করে ধানের চারা রোপণ করেন। বর্তমানে উভয়পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোন মুহূর্তে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটতে পারে।
সারাদেশ: পোরশায় বিষপানে গৃহবধুর আত্মহত্যা
শোক ও স্মরন: কমরেড দিলীপ কর্মকারের শোক ও স্মরণসভা অনুষ্ঠিত