image
পটুয়াখালী : পৌর মেয়রের হাতে ভারতের দেয়া অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করেন সহকারী হাইকমিশনার রাজেশ রায়না -সংবাদ

বাংলাদেশের পাশে থাকা ভারতের কর্তব্য : সহকারী হাইকমিশনার

রোববার, ১৬ জানুয়ারী ২০২২
প্রতিনিধি, পটুয়াখালী

ভারতের সহকারী হাই কমিশনার রাজেশ কুমার রায়না বলেছেন, বাংলাদেশ ও ভারত একই মায়ের সন্তান। আমরা একে অপরের আত্মীয়। অগ্রগতির প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশের পাশে থাকাকে আমরা আমাদের কর্তব্য মনে করি। শনিবার (১৫ জানুয়ারি) পটুয়াখালী পৌরসভায় ভারত সরকার প্রদত্ত এ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

রাজেশ কুমার আরো বলেন, এটা আমি এ্যাম্বুলেন্স বলতে চাইনা। এটা ভারতের জনগণের পক্ষ থেকে বাংলাদেশের মানুষের প্রতি ভালোবাসার প্রতীক। বাংলাদেশের জনগণের কাছে এটাই ভারতের পরিপূর্ণতা।

এম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানে পৌর মেয়র মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক হুমাউন কবির, অতিরিক্ত পুলিশ সুপার আলী আহম্মেদ, জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, সদর উপজেলা চেয়ারম্যান গোলাম সরোয়ার প্রমুখ। সভা শেষে ভারতীয় সহকারী হাই কমিশনার পৌর মেয়রের কাছে অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করেন।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি