image

সোনারগাঁয়ে ৪২ হাজার ইয়াবাসহ আটক ১

মঙ্গলবার, ১৮ জানুয়ারী ২০২২
জেলা বার্তা পরিবেশক, নারায়ণগঞ্জ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের টিপুরদী এলাকায় সোমবার (১৭ জানুয়ারি) বিকালে অভিযান চালিয়ে ৪২ হাজার পিস ইয়াবা বড়ি সহ আলমগীর হোসেন (৩০) নামে এক মাদককারবারীকে আটক করেছে সোনারগাঁ থানা পুলিশ। এসময় একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

আটককৃত আলমগীর হোসেন চট্টগ্রামের লোহাগড়া উপজেলার বাশকানিয়া গ্রামের তৈয়ব আলীর ছেলে।

সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, উপজেলার মোগরাপাড়া-চৌরাস্তা এলাকায় মহাসড়কে গোপন সংবাদ পেয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শেখ-বিল্লাল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ বিভিন্ন যানবাহনে তল্লাসী চালায়।

এসময় ঢাকাগামী একটি প্রাইভেটকার গতিরোধ না করে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে পুলিশের একটি গাড়ী কারটিকে ধাওয়া করে উপজেলার টিপুরদী এলাকায় আটক করে প্রাইভেটকারে তল্লাশি করে ৪২ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। যার মূল্য প্রায় ১ কোটি ২৪ লাখ টাকা।

এ সময় মাদক কারবারিকে আটক করে প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে সোনারগাঁ থানায় মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় আটককৃত আলমগীর হোসেনকে গ্রেফতার দেখানো হয়েছে।

‘সারাদেশ’ : আরও খবর

» খুলনায় গুলি করে সাংবাদিক হত্যা

» চকরিয়ায় পানিভরা গর্তে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু

» বাবার সঙ্গে সাক্ষাৎ করেছি, এটা কি আমার অপরাধ: সুব্রত বাইনের মেয়ে বিথী

» রংপুরে সারের তীব্র সংকট, কৃষকরা দিশেহারা

» সিলেটে মোটরসাইকেল সংঘর্ষে তিন জন নিহত

সম্প্রতি