হবিগঞ্জে নতুন করে আরো ৫৩ জনের করোনা শনাক্ত

সোমবার, ২৪ জানুয়ারী ২০২২
প্রতিনিধি, হবিগঞ্জ

হবিগঞ্জে নতুন করে আরো ৫৩জনের শরীরে মিলেছে করোনা। রোববার রাতে আসারিপোর্টে তাদের করোনা শনাক্ত হয়। বিষয়টি নিশ্চিতকরেন হবিগঞ্জ ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুখলেছুররহমান উজ্বল। তিনি বলেন, নতুন করে ১২২টি নমুনাপরীক্ষায় ৫৩ জনের শনাক্ত হয়েছে। এর মধ্যে সদর উপজেলার ৩৫জন, বাহুবল ৯ জন ও নবীগঞ্জ ৯ জন।জেলায় এ পর্যন্ত মোট আক্রান্ত ৬৯৫৩ জন, সুস্থ ৪৯৩৬ জনও মৃত্যু হয়েছে ৪৮ জনের। শনাক্তের হার ৪৩.৪৪।

‘সারাদেশ’ : আরও খবর

» যশোরে বিধবা বোনকে কুপ্রস্তাবের প্রতিবাদ করায় ভাই খুন, দু’জন আটক

সম্প্রতি