হবিগঞ্জে নতুন করে আরো ৫৩জনের শরীরে মিলেছে করোনা। রোববার রাতে আসারিপোর্টে তাদের করোনা শনাক্ত হয়। বিষয়টি নিশ্চিতকরেন হবিগঞ্জ ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুখলেছুররহমান উজ্বল। তিনি বলেন, নতুন করে ১২২টি নমুনাপরীক্ষায় ৫৩ জনের শনাক্ত হয়েছে। এর মধ্যে সদর উপজেলার ৩৫জন, বাহুবল ৯ জন ও নবীগঞ্জ ৯ জন।জেলায় এ পর্যন্ত মোট আক্রান্ত ৬৯৫৩ জন, সুস্থ ৪৯৩৬ জনও মৃত্যু হয়েছে ৪৮ জনের। শনাক্তের হার ৪৩.৪৪।
অর্থ-বাণিজ্য: নির্বাচনের প্রার্থীদের জন্য শনিবার সব ব্যাংক খোলা থাকবে