বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ডি ব্লকের ১৭ তলা ভবনের ১৪ তলায় লাগা আগুন আধা ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে।
সোমবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ২১ মিনিটে ভবনটিতে আগুন ধরার খবর পায় ফায়ার সার্ভিস। ৬টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনার কথা জানায় বাহিনীটি।
আগুন লাগার খবর ছড়িয়ে পড়লে হাসপাতালে রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেককে তড়িঘড়ি করে নেমে আসেন।
এর আগে ফায়ার সার্ভিস সদরদপ্তরের উপসহকারী পরিচালক শাজাহান শিকদার আগুন ধরার বিষয়টি জানিয়েছিলেন।
তিনি বলেছিলেন, ফায়ার সার্ভিস খবর পেয়েছে সন্ধ্যা ছয়টা ২১ মিনিটে। এর পরিপ্রেক্ষিতে সদরদপ্তর থেকে তিনটি এবং পলাশী এলাকা থেকে দুটি ইউনিট গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে।
এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে রোগীদের মধ্যে কিছুটা আতঙ্ক সৃষ্টি হয়।
আন্তর্জাতিক: ইয়েমেন সংঘাতে মুখোমুখি অবস্থানে সৌদি-আরব আমিরাত
অর্থ-বাণিজ্য: ই-রিটার্ন দিতে অসমর্থ হলে জানাতে হবে ১৫ জানুয়ারির মধ্যে
অর্থ-বাণিজ্য: ভারত থেকে ৫০ হাজার টন চাল কেনার প্রস্তাব অনুমোদিত
অর্থ-বাণিজ্য: পিপলস লিজিংয়ের আর্থিক প্রতিবেদন প্রকাশ
অর্থ-বাণিজ্য: বাণিজ্যমেলা শুরু হবে ৩ জানুয়ারি
অর্থ-বাণিজ্য: ৩০ লাখের বেশি করদাতা অনলাইনে রিটার্ন দিয়েছেন