image

বঙ্গবন্ধু মেডিকেলের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব বার্তা পরিবেশক:

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ডি ব্লকের ১৭ তলা ভবনের ১৪ তলায় লাগা আগুন আধা ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে।

সোমবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ২১ মিনিটে ভবনটিতে আগুন ধরার খবর পায় ফায়ার সার্ভিস। ৬টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনার কথা জানায় বাহিনীটি।

আগুন লাগার খবর ছড়িয়ে পড়লে হাসপাতালে রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেককে তড়িঘড়ি করে নেমে আসেন।

এর আগে ফায়ার সার্ভিস সদরদপ্তরের উপসহকারী পরিচালক শাজাহান শিকদার আগুন ধরার বিষয়টি জানিয়েছিলেন।

তিনি বলেছিলেন, ফায়ার সার্ভিস খবর পেয়েছে সন্ধ্যা ছয়টা ২১ মিনিটে। এর পরিপ্রেক্ষিতে সদরদপ্তর থেকে তিনটি এবং পলাশী এলাকা থেকে দুটি ইউনিট গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে।

এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে রোগীদের মধ্যে কিছুটা আতঙ্ক সৃষ্টি হয়।

‘সারাদেশ’ : আরও খবর

» শিল্প-কৃষি-চিকিৎসাসমৃদ্ধ পলাশের ইতিকথা

» মিঠাপুকুরে চারজনকে ব্যাকডেটে নিয়োগ জালিয়াতির অভিযোগ

» জনস্বাস্থ্য ঝুঁকি কমাতে প্রবিধান দ্রুত কার্যকরের দাবিতে স্মারকলিপি

» গজারিয়ায় যৌথ অভিযানে মাদক ব্যবসায়ী আটক, ইয়াবা উদ্ধার

সম্প্রতি