image
ছবি: সংগৃহীত

বিএসএমএমইউর ইউরোলজি বিভাগে বন্ধ লেজার মেশিন সচল

মূত্র নালীর পাথরে সফল অপারেশন

নিজস্ব বার্তা পরিবেশক:

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগে অবশেষে বন্ধ লেজার মেশিন চালু করা হয়েছে। সোমবার (২৪ জানুয়ারি) লেজার মেশিনের মাধ্যমে এক রোগীর মূত্রনালীর পাথরের সফল অপারেশন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ মোঃ ফারুক হোসেন, গত তিন বছর ধরে এ মেশিনটি বন্ধ ছিল। বর্তমান ভিসি মেশিনটি সচল করে রোগীদের অপারেশন করার উদ্যোগ নিয়েছেন। এর ফলে লেজার মেশিনটি পূর্ণরায় চালু করা সম্ভব হয়েছে।

অভিযোগ রয়েছে, শুধু ইউরোলজি বিভাগই নয়। অনেক বিভাগে খোজ নিলে আরও নষ্ট বা বন্ধ মেশিনের খবর পাওয়া যাবে। আবার দীর্ঘদিন আগে এক বিভাগের জায়গায় অন্য বিভাগে অপারেশনের যন্ত্র সরবরাগের নামে নিম্নমানের যন্ত্র ঠিকাদার সরবরাহ করেছেন। কোন কোন বিভাগে পরীক্ষা নিরীক্ষার স্থলে গিয়ে রোগীদের কষ্টের কথা শুনলে আরও ঘটনা বেরিয়ে আসবে।

আবার মেশিন নষ্ট বলে রোগীর স্বজনদের কাছ থেকে বাড়তি কমিশনের বিনিময়ে অন্য প্রাইভেট হাসপাতালে রোগী পাঠানোর অভিযোগ করেছেন বরিশালের মুলাদীর রোগীর আত্নীয় জসিম উদ্দিন। এ চক্র এই ধরনের ঘটনা প্রায় ঘটাচ্ছে।

‘সারাদেশ’ : আরও খবর

» গাইবান্ধা ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আজিজার রহমানকে অজ্ঞান অবস্থায় উদ্ধার

» প্রশাসনের নিষ্ক্রিয়তা, বুড়ি তিস্তা নদী প্রকল্প বাস্তবায়ন অনিশ্চিত

সম্প্রতি