alt

সীমান্ত জেলাগুলো ফের সংক্রমণের হটস্পটে পরিণত হচ্ছে

এসব অঞ্চলে শনাক্তের হার সাড়ে ৫১ শতাংশ

রাকিব উদ্দিন : সোমবার, ২৪ জানুয়ারী ২০২২

আবারও সংক্রমণের হটস্পটে পরিণত হচ্ছে দেশের সীমান্তবর্তী জেলাগুলো। সেখানে পাল্লা দিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের প্রভাবে গত বছরের জুলাই-আগস্টে সীমান্তবর্তী জেলাগুলোই প্রথমে হটস্পটে রূপ নিয়েছিল। এরপর সারাদেশেই করোনার ব্যাপক প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ে।

রাজশাহী জেলা ভারতের সীমান্ত সংলগ্ন। এই জেলায় একদিনে ৪০৪ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এই পরীক্ষায় ২৩৮ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে কোভিড শনাক্তের হার প্রায় ৫৯ শতাংশ।

যশোরে একদিনে ৩৭৯ জনের নমুনা পরীক্ষায় ১৯৫ জনের কোভিড শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় সীমান্তবর্তী এই জেলায় শনাক্তের হার প্রায় সাড়ে ৫১ শতাংশ।

জানতে চাইলে যশোরের সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি বিশ্বাস সোমবার (২৪ জানুয়ারি) সংবাদকে বলেন, কোভিড রোগী বাড়ছে। এর ৯০ শতাংশই যশোর শহরের। তবে এখানে সংক্রমণ বৃদ্ধির পেছনে সীমান্তের কোন প্রভাব নেই।

তিনি জানান, সীমান্ত দিয়ে ভারত থেকে যারা আসছেন-যাচ্ছেন তাদের সবারই কোভিড টেস্ট করা হয়েছে। তাতে নমুনা পরীক্ষায় রোগী পাওয়া যাচ্ছে না। কোভিড ছড়িয়ে পড়ার কারণ জানতে চাইলে সিভিল সার্জন বলেন, ‘অন্য জেলা থেকেই এখানে সংক্রমণ ছড়াচ্ছে।’ অন্য সীমান্তবর্তী জেলা ঝিনাইদহে এদিন ১৭১ জনের নমুনা পরীক্ষায় ৯৮ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। ঝিনাইদহে রোগী শনাক্তের হার ৫৭ শতাংশের ওপরে।

এই তিন জেলা ছাড়াও সীমান্তবর্তী অন্য জেলায় প্রায় একই গতিতে বাড়ছে করোনা সংক্রমণ। বাংলাদেশের মোট ৩২টি সীমান্তবর্তী জেলা রয়েছে। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) উপদেষ্টা ও এই প্রতিষ্ঠানের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মুশতাক হোসেন সংবাদকে বলেন, সারাদেশেই রোগী বাড়ছে। যেভাবে সংক্রমণ শনাক্ত হচ্ছে, তাতে নমুনা পরীক্ষা বাড়ালে রোগীও অনেক বেড়ে যাবে।

মৃত্যু আরও বাড়তে পারে কি-না জানতে চাইলে তিনি বলেন, এখন যারা মারা যাচ্ছেন তা গত তিন সপ্তাহ আগের সংক্রমণের প্রভাবে। কিন্তু এখন যে পরিমাণ রোগী শনাক্ত হচ্ছে তাদের মধ্যে কত লোকের মৃত্যু হবে তা বোঝা যাবে তিন সপ্তাহ পর।

জনস্বাস্থ্যবিদ মুশতাক হোসেন আরও বলেন, আমাদের টিকা নেয়ার হার কম, এ কারণে মৃত্যু বাড়ার আশঙ্কা রয়েছে। তবে যেসব দেশ টিকা ভালোভাবে নিয়েছে সেসব দেশে মৃত্যুর হার কম।

দৈনিক শনাক্ত ছাড়ালো ৩২ শতাংশ

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সোমবার (২৪ জানুয়ারি) সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারাদেশে ৪৫ হাজার ৮০৭ জনের নমুনা পরীক্ষায় ১৪ হাজার ৮২৮ জনের দেহে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। একদিনে এত সংখ্যক রোগী শনাক্ত হয়েছিল প্রায় ২৫ সপ্তাহ আগে। এক দিনে সর্বশেষ এর চেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছিল গত বছরের ৩ আগস্ট, ওইদিন ১৫ হাজার ৭৭৬ জনের শরীরে করোনার জীবাণু শনাক্ত হয়েছিল। তার আগে একই বছরের ২৮ জুলাই একদিনে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন রোগী শনাক্তের কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

তবে ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা অনুপাতে কোভিড শনাক্তের হার ৩২ দশমিক ৩৭ শতাংশ। একদিনে তা গত ছয়মাসের মধ্যে সর্বোচ্চ শনাক্তের হার। আগের দিন শনাক্তের হার ছিল ৩১ দশমিক ২৯ শতাংশ। কোভিড শনাক্তের হার এর চেয়ে বেশি ছিল সর্বশেষ গত বছরের ২৪ জুলাই, ওইদিন তা ছিল ৩২ দশমিক ৫৫ শতাংশ। দেশে একদিনে সর্বোচ্চ শনাক্তের হার ছিল ২০২০ সালের ১২ জুলাই, ওইদিন কোভিড পজেটিভ হার ছিল ৩৩ দশমিক ০৪ শতাংশের। আর এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা অনুপাতে কোভিড শনাক্তের হার ১৩ দশমিক ৯৮ শতাংশ।

একদিনে নতুন শনাক্ত রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়ালো ১৬ লাখ ৯৯ হাজার ৯৬৪ জনে।

করোনায় আক্রান্তদের মধ্যে ২৪ ঘণ্টায় ১৫ জনের মৃত্যু হয়েছে। তাদের নিয়ে করোনায় দেশে মোট ২৮ হাজার ২৩৮ জন মারা গেছেন। মোট শনাক্ত অনুপাতে মৃত্যুর হার এক দশমিক ৬৬ শতাংশ। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, শনাক্ত রোগীর মধ্যে এক দিনে দেশে সুস্থ হয়ে উঠেছেন ৯৯৮ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ১৫ লাখ ৫৯ হাজার ৮৫৯ জন সুস্থ হয়েছেন। মোট শনাক্ত অনুপাতে সুস্থতার হার ৯১ দশমিক ৬৪ শতাংশ।

মোট শনাক্ত রোগী থেকে সুস্থ হওয়া ও মৃত্যুর সংখ্যা বাদ দিলেও এখন সক্রিয় কোভিড রোগীর সংখ্যা দাঁড়ায় এক লাখ ১১ হাজার ৮৬৭ জন। অর্থাৎ এই সংখ্যক রোগী এখন চিকিৎসাধীন রয়েছেন।

আগের দিন এই সংখ্যা এক লাখ ৫২ জন ছিল। অথচ গত ১ জানুয়ারি দেশে সক্রিয় কোভিড রোগীর সংখ্যা ছিল আট হাজার ৫২৬ জন।

এক সপ্তাহে শনাক্ত ১৮১ শতাংশ বেড়েছে

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সোমবার পর্যন্ত এক সপ্তাহে দেশে মোট ৬৭ হাজার ৪২৫ জনের কোভিড শনাক্ত হয়েছে, আগের সপ্তাহে তা ছিল ২৪ হাজার ১১ জন। এ হিসাবে এক সপ্তাহে করোনা শনাক্ত বেড়েছে ১৮১ শতাংশ।

গত এক সপ্তাহে করোনায় মারা গেছেন ৭৯ জন, আগের সপ্তাহে এই সংখ্যা ছিল ৪২ জন। এ হিসাবে এক সপ্তাহে কোভিডে মৃত্যু ৮৮ শতাংশ বেড়েছে। সাতদিনে মারা যাওয়া ৭৯ জনের মধ্যে ৫২ জনেরই কোন না কোন ধরনের কোমরবিডিটি বা দুরারোগ্য অসংক্রামক ব্যাধি ছিল। এর মধ্যে ৭৬ শতাংশ উচ্চ রক্তচাপে এবং ৫১ শতাংশ ডায়াবেটিসে ভুগছিলেন।

একদিনে মৃত্যু হওয়া ১৫ জনের মধ্যে পুরুষ নয় জন এবং নারী ছিলেন ছয় জন। তাদের মধ্যে ঢাকায় চারজন ও ময়মনসিংহে দু’জন এবং ফরিদপুর, নারায়ণগঞ্জ, নেত্রকোনা, কক্সবাজার, সিরাজগঞ্জ, মাগুরা, বরিশাল, সুনামগঞ্জ ও হবিগঞ্জে একজন করে রোগীর মৃত্যু হয়েছে।

মারা যাওয়া লোকজনের মধ্যে নয় জনের বয়স ৬০ বছরের বেশি, তিন জনের বয়স ৫১ থেকে ৬০ বছর, একজনের বয়স ৩১ থেকে ৪০ বছর এবং দুই জনের বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে ছিল।

শনাক্তের শীর্ষে ঢাকা

মহানগরীসহ ঢাকা জেলায় একদিনে ২৯ হাজার ৯৬৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে নয় হাজার ৪২৬ জনের দেহে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। এ হিসাবে ঢাকায় রোগী শনাক্তের হার ৩১ দশমিক ৪৫ শতাংশ। তবে মহানগরীসহ ঢাকা বিভাগে একদিনে শনাক্ত হয়েছে দশ হাজার ১৬৫ জন। এটি মোট শনাক্তের ৬৮ দশমিক ৫৫ শতাংশ। এছাড়া এই বিভাগের গাজীপুরে ১২২ জন ও নারায়ণগঞ্জে ২২২ জনের কোভিড শনাক্ত হয়েছে। বাকি জেলাগুলোতে শনাক্ত দুই অঙ্কের মধ্যে ছিল।

ময়মনসিংহ জেলায় ২৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এই বিভাগের অন্য তিন জেলায় শনাক্ত দুই অঙ্কের মধ্যে ছিল।

চট্টগ্রাম বিভাগের মধ্যে চট্টগ্রাম জেলায় একদিনে দুই হাজার ৪৭৫ জনের নমুনা পরীক্ষায় ৯৮৮ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এ হিসাবে চট্টগ্রামে শনাক্তের হার ৪০ শতাংশ।

এছাড়া কক্সবাজারে ২৪১ জন, পাবনায় ১৪১ জন, বগুড়ায় ১৬৮ জন, খুলনায় ১৫২ জন, কুষ্টিয়ায় ১৩০ জন, সিলেটে ৩২৫ জন এবং বরিশালে ১১৩ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ।

ছবি

গাজীপুরে কাশিমপুর শ্মশান মন্দিরে প্রতিমা ভাঙচুর

ছবি

শাহজালালে যাত্রীর পাকস্থলী থেকে উদ্ধার ১ হাজার ইয়াবা

ছবি

নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে গুলিতে নিহত ১

ছবি

দুর্গাপূজায় তিন স্তরে নিরাপত্তা, প্রয়োজনে ৯৯৯

ছবি

১৭ বিয়ের অভিযোগ ওঠা আলোচিত বন কর্মকর্তা সাময়িক বহিষ্কার

ছবি

জুলাই শহীদদের নিয়ে ‘আপত্তিকর’ প্রতিবেদন প্রকাশের প্রতিবাদে বিক্ষোভ

ছবি

না’গঞ্জে ইজিবাইক চালক ও শিক্ষার্থীদের পাল্টাপাল্টি হামলার অভিযোগ, আহত ১২

ছবি

চোখ রাঙানি বাড়ছেই এডিসের, কমছে না ডেঙ্গু ও চিকুনগুনিয়া

ছবি

দুবাইয়ে বিমানের যান্ত্রিক ত্রুটি, আটকে আছেন ১৭৮ যাত্রী

ছবি

বিআরটিসি বাস চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ছবি

দাফনের পূর্বে শিশুর নড়াচড়া, হাসপাতালের ওয়ার্ড বয় আটক

ছবি

পাঙ্গাস মাছের পায়েস, দুই ভাই ভাইরাল

ছবি

অফিস-কমিটি-মাঠ সবই আছে, নেই শুধু খেলার আয়োজন

ছবি

সরকারি মতিলাল ডিগ্রি কলেজে খণ্ডকালীন দিয়ে চলছে পাঠদান

ছবি

অনুপস্থিত থেকেও নিচ্ছেন বেতন-ভাতা

ছবি

নির্মাণের ১৪ মাসেও চালু হয়নি বরুড়ায় ২০ শয্যার হাসপাতাল

ছবি

দুমকিতে দূর্গোৎসব উপলক্ষে প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা

ছবি

পটিয়ায় অস্ত্রের মুখে মুরগি ব্যবসায়ী অপহরণের দুই ঘণ্টা পর উদ্ধার

ছবি

সখীপুরে ৮ মাসে ২৪০ জনকে সর্প দংশন, হাসপাতালে নেই অ্যান্টিভেনম

ছবি

শারদীয় দুর্গোৎসবে শ্রীমঙ্গলে জমজমাট পোশাকের বাজার

ছবি

বাক প্রতিবন্ধী মাসুম জীবনযুদ্ধে জয়ী, যা সবার অনুকরনীয়

ছবি

রাজশাহীতে ডাকাতির লুণ্ঠিত মালামালসহ আটক ৮

ছবি

জগন্নাথপুর উপস্বাস্থ্য কেন্দ্রে বিনা খরচে মিলছে ডেলিভারি সেবা

ছবি

গোপালগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় চালকের সহকারী নিহত

ছবি

বাগেরহাটে মহাসড়কে প্রাণ গেল স্বেচ্ছাসেবক দল নেতার

ছবি

চুনারুঘাটে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক

ছবি

সিরাজগঞ্জে বাবাকে হত্যায় ছেলের মৃত্যুদণ্ড

ছবি

আদমদীঘিতে ১ বছর ধরে বেতন বন্ধ খন্ডকালিন ৫ শিক্ষক-কর্মচারির

ছবি

অবৈধভাবে ভারত থেকে ফেরার পথে ৩ বাংলাদেশি আটক

ছবি

ঈশ্বরদীতে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

ছবি

শিবগঞ্জে মা ও ছেলেকে কুপিয়ে হত্যা

ছবি

সিরাজদিখানে সড়ক পাকা করার দাবিতে মানববন্ধন

ছবি

দোয়ারাবাজার সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ

ছবি

ডিমলায় হিসাবরক্ষণ অফিসে সেবা গ্রহীতাদের ভোগান্তি

ছবি

দক্ষিণ কেরানীগঞ্জে জামাতের প্রার্থীর ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ

ছবি

কালিগঙ্গায় বালু লুট থামছে না

tab

সীমান্ত জেলাগুলো ফের সংক্রমণের হটস্পটে পরিণত হচ্ছে

এসব অঞ্চলে শনাক্তের হার সাড়ে ৫১ শতাংশ

রাকিব উদ্দিন

সোমবার, ২৪ জানুয়ারী ২০২২

আবারও সংক্রমণের হটস্পটে পরিণত হচ্ছে দেশের সীমান্তবর্তী জেলাগুলো। সেখানে পাল্লা দিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের প্রভাবে গত বছরের জুলাই-আগস্টে সীমান্তবর্তী জেলাগুলোই প্রথমে হটস্পটে রূপ নিয়েছিল। এরপর সারাদেশেই করোনার ব্যাপক প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ে।

রাজশাহী জেলা ভারতের সীমান্ত সংলগ্ন। এই জেলায় একদিনে ৪০৪ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এই পরীক্ষায় ২৩৮ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে কোভিড শনাক্তের হার প্রায় ৫৯ শতাংশ।

যশোরে একদিনে ৩৭৯ জনের নমুনা পরীক্ষায় ১৯৫ জনের কোভিড শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় সীমান্তবর্তী এই জেলায় শনাক্তের হার প্রায় সাড়ে ৫১ শতাংশ।

জানতে চাইলে যশোরের সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি বিশ্বাস সোমবার (২৪ জানুয়ারি) সংবাদকে বলেন, কোভিড রোগী বাড়ছে। এর ৯০ শতাংশই যশোর শহরের। তবে এখানে সংক্রমণ বৃদ্ধির পেছনে সীমান্তের কোন প্রভাব নেই।

তিনি জানান, সীমান্ত দিয়ে ভারত থেকে যারা আসছেন-যাচ্ছেন তাদের সবারই কোভিড টেস্ট করা হয়েছে। তাতে নমুনা পরীক্ষায় রোগী পাওয়া যাচ্ছে না। কোভিড ছড়িয়ে পড়ার কারণ জানতে চাইলে সিভিল সার্জন বলেন, ‘অন্য জেলা থেকেই এখানে সংক্রমণ ছড়াচ্ছে।’ অন্য সীমান্তবর্তী জেলা ঝিনাইদহে এদিন ১৭১ জনের নমুনা পরীক্ষায় ৯৮ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। ঝিনাইদহে রোগী শনাক্তের হার ৫৭ শতাংশের ওপরে।

এই তিন জেলা ছাড়াও সীমান্তবর্তী অন্য জেলায় প্রায় একই গতিতে বাড়ছে করোনা সংক্রমণ। বাংলাদেশের মোট ৩২টি সীমান্তবর্তী জেলা রয়েছে। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) উপদেষ্টা ও এই প্রতিষ্ঠানের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মুশতাক হোসেন সংবাদকে বলেন, সারাদেশেই রোগী বাড়ছে। যেভাবে সংক্রমণ শনাক্ত হচ্ছে, তাতে নমুনা পরীক্ষা বাড়ালে রোগীও অনেক বেড়ে যাবে।

মৃত্যু আরও বাড়তে পারে কি-না জানতে চাইলে তিনি বলেন, এখন যারা মারা যাচ্ছেন তা গত তিন সপ্তাহ আগের সংক্রমণের প্রভাবে। কিন্তু এখন যে পরিমাণ রোগী শনাক্ত হচ্ছে তাদের মধ্যে কত লোকের মৃত্যু হবে তা বোঝা যাবে তিন সপ্তাহ পর।

জনস্বাস্থ্যবিদ মুশতাক হোসেন আরও বলেন, আমাদের টিকা নেয়ার হার কম, এ কারণে মৃত্যু বাড়ার আশঙ্কা রয়েছে। তবে যেসব দেশ টিকা ভালোভাবে নিয়েছে সেসব দেশে মৃত্যুর হার কম।

দৈনিক শনাক্ত ছাড়ালো ৩২ শতাংশ

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সোমবার (২৪ জানুয়ারি) সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারাদেশে ৪৫ হাজার ৮০৭ জনের নমুনা পরীক্ষায় ১৪ হাজার ৮২৮ জনের দেহে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। একদিনে এত সংখ্যক রোগী শনাক্ত হয়েছিল প্রায় ২৫ সপ্তাহ আগে। এক দিনে সর্বশেষ এর চেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছিল গত বছরের ৩ আগস্ট, ওইদিন ১৫ হাজার ৭৭৬ জনের শরীরে করোনার জীবাণু শনাক্ত হয়েছিল। তার আগে একই বছরের ২৮ জুলাই একদিনে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন রোগী শনাক্তের কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

তবে ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা অনুপাতে কোভিড শনাক্তের হার ৩২ দশমিক ৩৭ শতাংশ। একদিনে তা গত ছয়মাসের মধ্যে সর্বোচ্চ শনাক্তের হার। আগের দিন শনাক্তের হার ছিল ৩১ দশমিক ২৯ শতাংশ। কোভিড শনাক্তের হার এর চেয়ে বেশি ছিল সর্বশেষ গত বছরের ২৪ জুলাই, ওইদিন তা ছিল ৩২ দশমিক ৫৫ শতাংশ। দেশে একদিনে সর্বোচ্চ শনাক্তের হার ছিল ২০২০ সালের ১২ জুলাই, ওইদিন কোভিড পজেটিভ হার ছিল ৩৩ দশমিক ০৪ শতাংশের। আর এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা অনুপাতে কোভিড শনাক্তের হার ১৩ দশমিক ৯৮ শতাংশ।

একদিনে নতুন শনাক্ত রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়ালো ১৬ লাখ ৯৯ হাজার ৯৬৪ জনে।

করোনায় আক্রান্তদের মধ্যে ২৪ ঘণ্টায় ১৫ জনের মৃত্যু হয়েছে। তাদের নিয়ে করোনায় দেশে মোট ২৮ হাজার ২৩৮ জন মারা গেছেন। মোট শনাক্ত অনুপাতে মৃত্যুর হার এক দশমিক ৬৬ শতাংশ। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, শনাক্ত রোগীর মধ্যে এক দিনে দেশে সুস্থ হয়ে উঠেছেন ৯৯৮ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ১৫ লাখ ৫৯ হাজার ৮৫৯ জন সুস্থ হয়েছেন। মোট শনাক্ত অনুপাতে সুস্থতার হার ৯১ দশমিক ৬৪ শতাংশ।

মোট শনাক্ত রোগী থেকে সুস্থ হওয়া ও মৃত্যুর সংখ্যা বাদ দিলেও এখন সক্রিয় কোভিড রোগীর সংখ্যা দাঁড়ায় এক লাখ ১১ হাজার ৮৬৭ জন। অর্থাৎ এই সংখ্যক রোগী এখন চিকিৎসাধীন রয়েছেন।

আগের দিন এই সংখ্যা এক লাখ ৫২ জন ছিল। অথচ গত ১ জানুয়ারি দেশে সক্রিয় কোভিড রোগীর সংখ্যা ছিল আট হাজার ৫২৬ জন।

এক সপ্তাহে শনাক্ত ১৮১ শতাংশ বেড়েছে

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সোমবার পর্যন্ত এক সপ্তাহে দেশে মোট ৬৭ হাজার ৪২৫ জনের কোভিড শনাক্ত হয়েছে, আগের সপ্তাহে তা ছিল ২৪ হাজার ১১ জন। এ হিসাবে এক সপ্তাহে করোনা শনাক্ত বেড়েছে ১৮১ শতাংশ।

গত এক সপ্তাহে করোনায় মারা গেছেন ৭৯ জন, আগের সপ্তাহে এই সংখ্যা ছিল ৪২ জন। এ হিসাবে এক সপ্তাহে কোভিডে মৃত্যু ৮৮ শতাংশ বেড়েছে। সাতদিনে মারা যাওয়া ৭৯ জনের মধ্যে ৫২ জনেরই কোন না কোন ধরনের কোমরবিডিটি বা দুরারোগ্য অসংক্রামক ব্যাধি ছিল। এর মধ্যে ৭৬ শতাংশ উচ্চ রক্তচাপে এবং ৫১ শতাংশ ডায়াবেটিসে ভুগছিলেন।

একদিনে মৃত্যু হওয়া ১৫ জনের মধ্যে পুরুষ নয় জন এবং নারী ছিলেন ছয় জন। তাদের মধ্যে ঢাকায় চারজন ও ময়মনসিংহে দু’জন এবং ফরিদপুর, নারায়ণগঞ্জ, নেত্রকোনা, কক্সবাজার, সিরাজগঞ্জ, মাগুরা, বরিশাল, সুনামগঞ্জ ও হবিগঞ্জে একজন করে রোগীর মৃত্যু হয়েছে।

মারা যাওয়া লোকজনের মধ্যে নয় জনের বয়স ৬০ বছরের বেশি, তিন জনের বয়স ৫১ থেকে ৬০ বছর, একজনের বয়স ৩১ থেকে ৪০ বছর এবং দুই জনের বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে ছিল।

শনাক্তের শীর্ষে ঢাকা

মহানগরীসহ ঢাকা জেলায় একদিনে ২৯ হাজার ৯৬৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে নয় হাজার ৪২৬ জনের দেহে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। এ হিসাবে ঢাকায় রোগী শনাক্তের হার ৩১ দশমিক ৪৫ শতাংশ। তবে মহানগরীসহ ঢাকা বিভাগে একদিনে শনাক্ত হয়েছে দশ হাজার ১৬৫ জন। এটি মোট শনাক্তের ৬৮ দশমিক ৫৫ শতাংশ। এছাড়া এই বিভাগের গাজীপুরে ১২২ জন ও নারায়ণগঞ্জে ২২২ জনের কোভিড শনাক্ত হয়েছে। বাকি জেলাগুলোতে শনাক্ত দুই অঙ্কের মধ্যে ছিল।

ময়মনসিংহ জেলায় ২৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এই বিভাগের অন্য তিন জেলায় শনাক্ত দুই অঙ্কের মধ্যে ছিল।

চট্টগ্রাম বিভাগের মধ্যে চট্টগ্রাম জেলায় একদিনে দুই হাজার ৪৭৫ জনের নমুনা পরীক্ষায় ৯৮৮ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এ হিসাবে চট্টগ্রামে শনাক্তের হার ৪০ শতাংশ।

এছাড়া কক্সবাজারে ২৪১ জন, পাবনায় ১৪১ জন, বগুড়ায় ১৬৮ জন, খুলনায় ১৫২ জন, কুষ্টিয়ায় ১৩০ জন, সিলেটে ৩২৫ জন এবং বরিশালে ১১৩ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ।

back to top