image
কিশোরগঞ্জ : কৃষির নতুন সম্ভাবনা ভাসমান সবজি বাগানে ভালো ফলন হওয়া বাঁধাকপি -সংবাদ

ভাসমান বাগানে সজীব বাঁধাকপি

জেলা বার্তা পরিবেশক, কিশোরগঞ্জ

ফুলকপির পর কৃষক মাসুম এবার ভাসমান বাগান থেকে আহরণ করলেন বাঁধাকপি। কিশোরগঞ্জে কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) সরেজমিন গবেষণা কেন্দ্রের উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ মহিউদ্দিনের তত্ত্বাবধানে শহরের গাইটাল এলাকার কৃষক মাসুম নরসুন্দা নদীর ওপর ভাসমান বেডে আবাদ করেছিলেন হাইব্রিড ফুলকপি আর বাঁধাকপি। কয়েকদিন আগে তিনি বাসমান বাগান থেকে চকচকে সুস্বাদু ফুলকপি আহরণ করেছেন। এরপর আহরণ করলেন গাঢ় সবুজ বসনে আবৃত চোখ ধাঁধানো হাইব্রিড বাঁধাকপি। তিনি নৌকা নিয়ে ভাসমান বেড থেকে এসব বাঁধাকপি আহরণ করেছেন। একটি বেডের বাঁধা কপিতে মাসুমের নৌকা দস্তুরমত বোঝাই হয়ে গেছে। এগুলিতে কোন কীটনাশক প্রয়োগ করা হয়নি। দেয়া হয়নি কোন রাসায়নিক সার। ফলে ভাসমান বাগানের সকল শাকসবজিই স্বাস্থ্যসম্মত ও নিরাপদ। আর এসব বাঁধাকপি কৃষি গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানিরাই উদ্ভাবন করেছেন। এখন সরেজমিন গবেষণা কেন্দ্রের মাধ্যমে মাঠ পর্যায়ে কৃষকদের মাঝে ছড়িয়ে দেয়া হচ্ছে।

‘সারাদেশ’ : আরও খবর

» চকরিয়ায় গাড়ির ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি নিহত

» লালমোহনে শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সম্প্রতি