image

ফতুল্লায় রাস্তা থেকে তুলে নিয়ে কিশোরীকে ধর্ষণ

শুক্রবার, ১৩ মে ২০২২
প্রতিনিধি, নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জের ফতুল্লায় রাস্তা থেকে তুলে নিয়ে ১৬ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে মজনু (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ৷ বৃহস্পতিবার (১২ মে) রাতে ফতুল্লার কেতাবনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়৷

গ্রেফতার মজনু জামালপুর জেলার মেলান্দহ থানার মানিকদা গ্রামের দুলাল মিয়ার ছেলে৷ সে ফতুল্লা থানার মাসদাইর বড় কবরস্থান সংলগ্ন লালু মিয়ার ভাড়াটিয়া।

কিশোরীকে ধর্ষণের ঘটনায় তার মা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছেন৷ মামলার এজাহারে বাদী বলেন, তার মেয়ের কেতাবনগর এলাকার একটি প্রিন্ট কারখানায় কাজ করতো৷ একই কারখানার শ্রমিক মজনু৷ মজনু বাদীর মেয়েকে কুপ্রস্তাব দিতো। বিরক্ত হয়ে বাদীর মেয়ে ওই কারখানার চাকরি ছেড়ে অন্য কারখানায় যোগ দেয়৷ তারপরও ভুক্তভোগী কিশোরীকে যাতায়াতের পথে উত্যক্ত করতো অভিযুক্ত মজনু।

বাদী বলেন, গত বুধবার রাত দশটার দিকে প্রিন্ট কারখানা ছুটি হলে বাসায় আসার সময় গ্রেফতার মজনু কিশোরী মেয়েকে রাস্তা থেকে মুখ চেপে ধরে জোড়পূর্বক টেনে হিচড়ে কেতাবনগরের হক নামক এক ব্যক্তির মালিকানাধীন বাগানের ভেতর নিয়ে ধর্ষণ করে।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক আরিফ পাঠান জানান, অভিযুক্তকে বৃহস্পতিবার রাতে ফতুল্লার কেতাবনগর থেকে গ্রেফতার করা হয়। ভুক্তভোগী কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তদন্তকারী কর্মকর্তা৷

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি