alt

চলছে অভিযান জরিমানা, কমছে না কারসাজি

কাটেনি ভোজ্যতেল নিয়ে সংকট

সংবাদ অনলাইন ডেস্ক : শনিবার, ১৪ মে ২০২২

একের পর এক অভিযান চলছে সারাদেশেই, গুনতে হচ্ছে জরিমানা, তারপরও চলছে ভোজ্যতেল নিয়ে কারসাজি। অতি মুনাফাখোর ব্যবসায়ীরা গোপনে মজুদ তেল দোকানে সরবরাহ করছে না। শনিবারও (১৪ মে) দেশের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ তেল উদ্ধার করা হয়েছে। এদিকে কোখাও কোথাও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানের খবরে দোকানে তেল বিক্রিই বন্ধ করে দেয়ার খবর পাওয়া গেছে।

নিজস্ব বার্তা পরিবেশক, জেলা বার্তা পরিবেশক ও প্রতিনিদিদের পাঠানো খবর-

জেলা বার্তা পরিবেশক, মৌলভীবাজার : দুই দিনে জেলার বড়লেখার হাজীপুর ও কমলগঞ্জের মুন্সিবাজারের ব্যবসায়ীদের গুদাম থেকে অন্তত ১২ হাজার ৬৬৮ লিটার সয়াবিন তেল উদ্ধার করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর।

মৌলভীবাজার ভোক্তা অধিকার অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন এ তথ্য নিশ্চিত করেছেন।

ভোক্তা অধিকার মৌলভীবাজার জেলা কার্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজারে মেসার্স সালাউদ্দিন স্টোরের তিনটি গুদামে র‌্যাব-৯ এর সহযোগিতায় অভিযান চালিয়ে ঈদের আগে আগের দামে ক্রয়কৃত ৯ হাজার ১৬৮ লিটার সয়াবিন তেল উদ্ধার করেছে। এছাড়া বৃহস্পতিবার (১২ মে) জেলার বড়লেখা উপজেলার হাজীগঞ্জ বাজারের মেসার্স সামছু ভ্যারাইটিজ স্টোরের গুদাম থেকে আগের দামে ক্রয় করে মজুদকৃত ৩ হাজার ৫০০ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। এ সময় মেসার্স সামছু ভ্যারাইটিজ স্টোর সাময়িকভাবে বন্ধ ও সিলগালা করা হয়।

মৌলভীবাজার ভোক্তা অধিকার অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন জানান, উদ্ধারকৃত তেল জব্দ করে খুচরা দোকানদারদের নিকট আগের দামে বিক্রয় করে।

সিলেটে সাড়ে ৩ হাজার লিটার সয়াবিন তেল জব্দ : এদিকে সিলেট নগরের দাড়িয়াপাড়ার একটি গুদাম থেকে সাড়ে ৩ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার দুপুরে দাড়িয়াপাড়া এলাকার রসময় স্কুলের পাশে জনপ্রিয় স্টোর নামের একটি দোকানের গুদাম থেকে এই তেল জব্দ করা হয়। জনপ্রিয় স্টোরের স্বত্বাধিকারী সুজন রায় রূপচাদা সয়াবিন তেলের ডিলার।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ বলেন, জব্দকৃত তেল আগের দামে ক্রেতাদের কাছে বিক্রি করা হয়েছে।

এদিকে, অভিযান চলাকালে উপস্থিত গণমাধ্যমকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করেন সুজন রায়।

সয়াবিন তেল মজুদ ও অতিরিক্ত মূল্যে বিক্রির অভিযোগে গত ৮ মে থেকে সিলেটে অভিযান শুরু হয়। এ পর্যন্ত পাঁচ দিনের অভিযানে সিলেট বিভিাগের চার জেলা থেকে প্রায় সাড়ে ২৩ হাজার লিটার তেল জব্দ করা হয়।

জব্দকৃত তেল ক্রেতাদের কাছে ন্যায্যমূল্যে বিক্রি করা হয় এবং মজুদকারীদের জরিমানা করে ভেক্তা অধিদপ্তর।

ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় ভোজ্যতেলের দোকান এবং গুদামে অভিযান চালিয়ে প্রায় ১২শ’ লিটার বোতলজাত সয়াবিন তেল জব্দ করেছে জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। শনিবার দুপুরে শহরের আনন্দবাজারের নিয়ামত স্টোরে এ অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে সয়াবিন তেল মজুদ রাখার দায়ে প্রতিষ্ঠানটির মালিক নিয়ামত উল্লাহকে ৫০ হাজার টাকা জরিমানা শেষে জব্দ করা প্রতি পাঁচ লিটার সয়াবিন তেল ৭৬০ টাকা করে বোতলের গায়ের দামে উপস্থিত ক্রেতাদের কাছে বিক্রি করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পরিচালক মো. মেহেদী হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের আনন্দবাজারের নিয়ামত স্টোরে এবং তার গুদামে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সয়াবিন তেল মজুদ রাখার দায়ে প্রতিষ্ঠানটির মালিক নিয়ামত উল্লাহকে ৫০ হাজার টাকা জরিমানা ও জব্দকরা সয়াবিন তেল বোতলেরর গায়ের দামে বিক্রি করা হয়। অভিযান অব্যাহত থাকবে।

রংপুর : প্রশাসনের কঠোর নজরদারি আর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভোজ্যতেল বেশি দামে বিক্রি ও অবৈধভাবে গুদামজাত করার বিরুদ্ধে অব্যাহত অভিযানের মুখে রংপুর নগরীর প্রধান কাঁচাবাজার সিটি বাজারসহ সব মার্কেটে পূর্ব ঘোষণা ছাড়া ভোজ্যতেল বিক্রি বন্ধ করে দিয়েছে ব্যবসায়ীরা। এতে সাধারণ গ্রাহক ভোজ্যতেল কিনতে না পারায় চরম বিপাকে পড়েছে।

তারা এ ঘটনার জন্য ব্যবসায়ীদের দায়ী করে বলেছে, ভোজ্যতেল নিয়ে ব্যবসায়ীরা সাধারণ মানুষকে জিম্মি করে ফেলেছে। সরেজমিন বিভাগীয় নগরীর সবচেয়ে বড় কাঁচাবাজার সিটি বাজারে ঘুরে দেখা গেছে কোন দোকানেই ভোজ্যতেল নেই। প্রায় আড়াই শতাধিক দোকানের কোন দোকানেই সয়াবিন ও পাম তেল নেই। দোকানিরা বলছেন, আগে লিটারপ্রতি ৫ টাকা থেকে ৮ টাকা পর্যন্ত কমিশন পেতেন, দাম বৃদ্ধির ফলে তাদের কমিশন দেয়া হচ্ছে না। তার ওপর প্রশাসনের হয়রানি আর অভিযানের কারণে তারা ভোজ্যতেল শনিবার সকাল থেকে বিক্রি করছেন না।

এ ব্যাপারে সিটি বাজারের দোকানদার সাইফুল ইসলাম জানালেন, আমরা ঝামেলায় পড়তে চাই না। অহেতুক আমাদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। ফলে আমরা ভোজ্যতেল বিক্রি করছি না। একই কথা বললেন আর এক ব্যবসায়ী মমতাজ উদ্দিন। তিনি বলেন, এখন পর্যপ্ত সাপ্লাই নেই। আমাদের বিভিন্ন কোম্পানিগুলো চাহিদা অনুযায়ী তেল সরবরাহ করতে পারছে না। অন্যদিকে সরকার প্রতি লিটার তেলের দাম বাড়িয়ে ২০০ টাকা করেছে আর বিক্রিও কমে গেছে। অন্যদিকে ভোক্তা অধিকারের অভিযান কারণ ছাড়াই জরিমানা আদায়সহ হয়রানির কারণে বিক্রি বন্ধ রাখা হয়েছে। তবে এ ব্যাপারে ব্যবসায়ী সমিতি বা ভোজ্যতেল ব্যবসায়ী সমিতি কোন সিদ্ধান্ত নিয়েছে কি-না সে ব্যাপারে কোন ব্যবসায়ী কথা বলতে রাজি হননি।

এদিকে সাধারণ ক্রেতারা অঘোষিত ভোজ্যতেল বিক্রি বন্ধের সিদ্ধান্তের চরম বিরোধিতা করে বলেছে অল্প দামে কিনে গুদামজাত করে রেখে গ্রাহকদের জিম্মি করে লিটারপ্রতি ২৫-৩০ টাকা বেশি দামে বিক্রি করার পাঁয়তারা করছে তারা। ব্যবসায়ীদের কাছে আমরা কি জিম্মি থাকবো?

নগরীর মুলাটোলা এলাকার বাসিন্দা ব্যাংক কর্মচারী সালাম অভিযোগ করেন, সিটি বাজারে বিভিন্ন দোকান ঘুরেও তিনি এক লিটার সয়াবিন তেল কিনতে পারেননি। দোকানিরা বলছেন, তেল মিলছে না। একই অভিযোগ করলেন নার্গিস পারভীন নামে এক গৃহবধূসহ অনেকে।

বদরগঞ্জ (রংপুর) : রংপুরের বদরগঞ্জে নির্ধারিত দামের চেয়ে পণ্যের দাম বেশি নেয়ায় দুই ব্যবসায়ীর অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। অর্থদন্ডপ্রাপ্তরা হলেন পৌরশহরের কথাকলি রোডের ব্যবসায়ী সুনীল চন্দ্র রায় এবং থানা রোডের গবাদিপশুর ওষুধ ব্যবসায়ী আবদুল হান্নান মন্ডল।

শনিবার দুপুরে পৌরশহরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ওই দুই ব্যবসায়ীর অর্থদন্ড করেন। বিষয়টি নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আবু সাঈদ বলেন, ভোক্তাদের অধিকার রক্ষায় অভিযান অব্যাহত থাকবে।

ছবি

সরকারি হাসপাতালে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের প্রবেশে নতুন নিয়ম

ছবি

মাতামুহুরী নদী ভরাট ও বিষ দিয়ে নিধনকাণ্ডে বিপন্ন হচ্ছে দেশীয় মাছ

ছবি

‘অবৈধ বাংলাদেশি’ বলে হেনস্থা, পশ্চিমবঙ্গের অনেক মানুষ বিপাকে

ছবি

এবার আগারগাঁওয়ে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের মিছিল, আটক দুই

ছবি

১১ বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ‘৮৬ হাজারের বেশি’

ছবি

পীরগঞ্জ সরকারী আব্দুর রউফ কলেজে তৃতীয় শিক্ষক নিয়োগ নিয়ে তোলপাড়

ছবি

দুমকি প্রেসক্লাবের সভাপতি আবুল, সম্পাদক সাইদুর

ছবি

গোয়ালন্দ ঘাট থানার ওসি প্রত্যাহার

ছবি

ভালুকায় দুই বাসের সংঘর্ষে নিহত ২, আহত ১৫

ছবি

বোয়ালখালীতে গৃহবধূর মৃত্যু

ছবি

ভুটভুটির ধাক্কায় সাইকেল আরোহী নিহত

ছবি

ডিমলা থানা পুলিশের কার্যক্রম চলছে ঝুঁকিপূর্ণ ভবনে

ছবি

জয়পুরহাটে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা

ছবি

চাঁদপুরে জেলা প্রশাসক কাপ সাঁতার প্রতিযোগিতা

ছবি

বাল্কহেড চলাচলে ধলেশ্বরীর দুই তীরে ভাঙন

ছবি

শেরপুরে অটোরিকশা চালক আবু বক্কর হত্যার রহস্য উন্মোচন

ছবি

রায়গঞ্জে পল্লী বিদ্যুৎ কর্মীদের কর্মবিরতি, গ্রাহকদের ভোগান্তি

ছবি

রাজবাড়ীতে শুরু হয়েছে ন্যাশনাল এগ্রিকালচারাল অলিম্পিয়াড সিজন ২

ছবি

ঝিনাইগাতীতে কৃষকের কাকরুল গাছ কেটে ফেলল প্রতিপক্ষরা

ছবি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনায় আওয়ামীলীগের ঝটিকা মিছিল

ছবি

রাণীনগরে চেয়ারম্যানের বিরুদ্ধে বিদ্যালয় ভাঙচুরের অভিযোগ

ছবি

শেরপুরে চাঁদা না দেওয়ায় ইমামকে হত্যাচেষ্টা, বিচারের দাবীতে মানববন্ধন

ছবি

শেরপুরে দুর্নীতির অভিযোগে ইউপি চেয়ারম্যান বরখাস্ত

ছবি

গোবিন্দগঞ্জে রাতের আঁধারে কৃষকের আখ কর্তন ও চুরি

ছবি

সুন্দরগঞ্জে সেতু আছে সংযোগ সড়ক নেই

ছবি

কেশবপুরে জলাবদ্ধতা নিরসনে পলি অপসারণ শুরু

ছবি

বাঁশের সাঁকো ভেঙে যাওয়ায় ঝুঁকি নিয়ে নৌকায় পারাপার

ছবি

কক্সবাজার থেকে চট্টগ্রামে ‘সরকারবিরোধী’ মিছিল: ছাত্রলীগের দুই কর্মীসহ চারজন গ্রেপ্তার

ছবি

নিহত নারীর মাথা উদ্ধার

ছবি

৩১ দফার লিফলেট বিতরণ করলেন বিএনপি নেতা শাহাফুজ আলম

ছবি

শারদীয় দুর্গোৎসব মণ্ডপে মণ্ডপে চলছে প্রতিমা তৈরির কাজ

ছবি

ল্যাম্পপোষ্টের আলোয় আলোকিত মওলানা ভাসানী সেতু

ছবি

দেশে ভ্যাকসিন উৎপাদনের প্লান্ট স্থাপনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে

ছবি

মোরেলগঞ্জে রাস্তার বেহালদশা ৮ গ্রামের মানুষের দুর্ভোগ

ভৈরবে প্রবাসীর স্ত্রীকে নিয়ে দুই পরিবারের পাল্টাপাল্টি অভিযোগ

ছবি

সুনামগঞ্জ কার মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ নিহত ২

tab

news » bangladesh

চলছে অভিযান জরিমানা, কমছে না কারসাজি

কাটেনি ভোজ্যতেল নিয়ে সংকট

সংবাদ অনলাইন ডেস্ক

শনিবার, ১৪ মে ২০২২

একের পর এক অভিযান চলছে সারাদেশেই, গুনতে হচ্ছে জরিমানা, তারপরও চলছে ভোজ্যতেল নিয়ে কারসাজি। অতি মুনাফাখোর ব্যবসায়ীরা গোপনে মজুদ তেল দোকানে সরবরাহ করছে না। শনিবারও (১৪ মে) দেশের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ তেল উদ্ধার করা হয়েছে। এদিকে কোখাও কোথাও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানের খবরে দোকানে তেল বিক্রিই বন্ধ করে দেয়ার খবর পাওয়া গেছে।

নিজস্ব বার্তা পরিবেশক, জেলা বার্তা পরিবেশক ও প্রতিনিদিদের পাঠানো খবর-

জেলা বার্তা পরিবেশক, মৌলভীবাজার : দুই দিনে জেলার বড়লেখার হাজীপুর ও কমলগঞ্জের মুন্সিবাজারের ব্যবসায়ীদের গুদাম থেকে অন্তত ১২ হাজার ৬৬৮ লিটার সয়াবিন তেল উদ্ধার করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর।

মৌলভীবাজার ভোক্তা অধিকার অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন এ তথ্য নিশ্চিত করেছেন।

ভোক্তা অধিকার মৌলভীবাজার জেলা কার্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজারে মেসার্স সালাউদ্দিন স্টোরের তিনটি গুদামে র‌্যাব-৯ এর সহযোগিতায় অভিযান চালিয়ে ঈদের আগে আগের দামে ক্রয়কৃত ৯ হাজার ১৬৮ লিটার সয়াবিন তেল উদ্ধার করেছে। এছাড়া বৃহস্পতিবার (১২ মে) জেলার বড়লেখা উপজেলার হাজীগঞ্জ বাজারের মেসার্স সামছু ভ্যারাইটিজ স্টোরের গুদাম থেকে আগের দামে ক্রয় করে মজুদকৃত ৩ হাজার ৫০০ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। এ সময় মেসার্স সামছু ভ্যারাইটিজ স্টোর সাময়িকভাবে বন্ধ ও সিলগালা করা হয়।

মৌলভীবাজার ভোক্তা অধিকার অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন জানান, উদ্ধারকৃত তেল জব্দ করে খুচরা দোকানদারদের নিকট আগের দামে বিক্রয় করে।

সিলেটে সাড়ে ৩ হাজার লিটার সয়াবিন তেল জব্দ : এদিকে সিলেট নগরের দাড়িয়াপাড়ার একটি গুদাম থেকে সাড়ে ৩ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার দুপুরে দাড়িয়াপাড়া এলাকার রসময় স্কুলের পাশে জনপ্রিয় স্টোর নামের একটি দোকানের গুদাম থেকে এই তেল জব্দ করা হয়। জনপ্রিয় স্টোরের স্বত্বাধিকারী সুজন রায় রূপচাদা সয়াবিন তেলের ডিলার।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ বলেন, জব্দকৃত তেল আগের দামে ক্রেতাদের কাছে বিক্রি করা হয়েছে।

এদিকে, অভিযান চলাকালে উপস্থিত গণমাধ্যমকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করেন সুজন রায়।

সয়াবিন তেল মজুদ ও অতিরিক্ত মূল্যে বিক্রির অভিযোগে গত ৮ মে থেকে সিলেটে অভিযান শুরু হয়। এ পর্যন্ত পাঁচ দিনের অভিযানে সিলেট বিভিাগের চার জেলা থেকে প্রায় সাড়ে ২৩ হাজার লিটার তেল জব্দ করা হয়।

জব্দকৃত তেল ক্রেতাদের কাছে ন্যায্যমূল্যে বিক্রি করা হয় এবং মজুদকারীদের জরিমানা করে ভেক্তা অধিদপ্তর।

ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় ভোজ্যতেলের দোকান এবং গুদামে অভিযান চালিয়ে প্রায় ১২শ’ লিটার বোতলজাত সয়াবিন তেল জব্দ করেছে জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। শনিবার দুপুরে শহরের আনন্দবাজারের নিয়ামত স্টোরে এ অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে সয়াবিন তেল মজুদ রাখার দায়ে প্রতিষ্ঠানটির মালিক নিয়ামত উল্লাহকে ৫০ হাজার টাকা জরিমানা শেষে জব্দ করা প্রতি পাঁচ লিটার সয়াবিন তেল ৭৬০ টাকা করে বোতলের গায়ের দামে উপস্থিত ক্রেতাদের কাছে বিক্রি করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পরিচালক মো. মেহেদী হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের আনন্দবাজারের নিয়ামত স্টোরে এবং তার গুদামে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সয়াবিন তেল মজুদ রাখার দায়ে প্রতিষ্ঠানটির মালিক নিয়ামত উল্লাহকে ৫০ হাজার টাকা জরিমানা ও জব্দকরা সয়াবিন তেল বোতলেরর গায়ের দামে বিক্রি করা হয়। অভিযান অব্যাহত থাকবে।

রংপুর : প্রশাসনের কঠোর নজরদারি আর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভোজ্যতেল বেশি দামে বিক্রি ও অবৈধভাবে গুদামজাত করার বিরুদ্ধে অব্যাহত অভিযানের মুখে রংপুর নগরীর প্রধান কাঁচাবাজার সিটি বাজারসহ সব মার্কেটে পূর্ব ঘোষণা ছাড়া ভোজ্যতেল বিক্রি বন্ধ করে দিয়েছে ব্যবসায়ীরা। এতে সাধারণ গ্রাহক ভোজ্যতেল কিনতে না পারায় চরম বিপাকে পড়েছে।

তারা এ ঘটনার জন্য ব্যবসায়ীদের দায়ী করে বলেছে, ভোজ্যতেল নিয়ে ব্যবসায়ীরা সাধারণ মানুষকে জিম্মি করে ফেলেছে। সরেজমিন বিভাগীয় নগরীর সবচেয়ে বড় কাঁচাবাজার সিটি বাজারে ঘুরে দেখা গেছে কোন দোকানেই ভোজ্যতেল নেই। প্রায় আড়াই শতাধিক দোকানের কোন দোকানেই সয়াবিন ও পাম তেল নেই। দোকানিরা বলছেন, আগে লিটারপ্রতি ৫ টাকা থেকে ৮ টাকা পর্যন্ত কমিশন পেতেন, দাম বৃদ্ধির ফলে তাদের কমিশন দেয়া হচ্ছে না। তার ওপর প্রশাসনের হয়রানি আর অভিযানের কারণে তারা ভোজ্যতেল শনিবার সকাল থেকে বিক্রি করছেন না।

এ ব্যাপারে সিটি বাজারের দোকানদার সাইফুল ইসলাম জানালেন, আমরা ঝামেলায় পড়তে চাই না। অহেতুক আমাদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। ফলে আমরা ভোজ্যতেল বিক্রি করছি না। একই কথা বললেন আর এক ব্যবসায়ী মমতাজ উদ্দিন। তিনি বলেন, এখন পর্যপ্ত সাপ্লাই নেই। আমাদের বিভিন্ন কোম্পানিগুলো চাহিদা অনুযায়ী তেল সরবরাহ করতে পারছে না। অন্যদিকে সরকার প্রতি লিটার তেলের দাম বাড়িয়ে ২০০ টাকা করেছে আর বিক্রিও কমে গেছে। অন্যদিকে ভোক্তা অধিকারের অভিযান কারণ ছাড়াই জরিমানা আদায়সহ হয়রানির কারণে বিক্রি বন্ধ রাখা হয়েছে। তবে এ ব্যাপারে ব্যবসায়ী সমিতি বা ভোজ্যতেল ব্যবসায়ী সমিতি কোন সিদ্ধান্ত নিয়েছে কি-না সে ব্যাপারে কোন ব্যবসায়ী কথা বলতে রাজি হননি।

এদিকে সাধারণ ক্রেতারা অঘোষিত ভোজ্যতেল বিক্রি বন্ধের সিদ্ধান্তের চরম বিরোধিতা করে বলেছে অল্প দামে কিনে গুদামজাত করে রেখে গ্রাহকদের জিম্মি করে লিটারপ্রতি ২৫-৩০ টাকা বেশি দামে বিক্রি করার পাঁয়তারা করছে তারা। ব্যবসায়ীদের কাছে আমরা কি জিম্মি থাকবো?

নগরীর মুলাটোলা এলাকার বাসিন্দা ব্যাংক কর্মচারী সালাম অভিযোগ করেন, সিটি বাজারে বিভিন্ন দোকান ঘুরেও তিনি এক লিটার সয়াবিন তেল কিনতে পারেননি। দোকানিরা বলছেন, তেল মিলছে না। একই অভিযোগ করলেন নার্গিস পারভীন নামে এক গৃহবধূসহ অনেকে।

বদরগঞ্জ (রংপুর) : রংপুরের বদরগঞ্জে নির্ধারিত দামের চেয়ে পণ্যের দাম বেশি নেয়ায় দুই ব্যবসায়ীর অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। অর্থদন্ডপ্রাপ্তরা হলেন পৌরশহরের কথাকলি রোডের ব্যবসায়ী সুনীল চন্দ্র রায় এবং থানা রোডের গবাদিপশুর ওষুধ ব্যবসায়ী আবদুল হান্নান মন্ডল।

শনিবার দুপুরে পৌরশহরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ওই দুই ব্যবসায়ীর অর্থদন্ড করেন। বিষয়টি নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আবু সাঈদ বলেন, ভোক্তাদের অধিকার রক্ষায় অভিযান অব্যাহত থাকবে।

back to top