চট্টগ্রামের হাটহাজারীতে তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়ার জের ধরে সঞ্চিতা চাকমা (৩৫) নামে এক গৃহকর্মী দা দিয়ে কুপিয়ে গৃহকর্ত্রী মর্জিনা বেগম (৪৫) কে খুন করেছে। মঙ্গলবার (২৪ মে) সকালে উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের লাল মিয়া কেরানির বাড়ির বি এন ম্যানসনে এ ঘটনা ঘটে। পুলিশ ঘাতক সঞ্চিতা চাকমাকে গ্রেপ্তার করেছে। নিহত মর্জিনা বেগম সিরাজগঞ্জ জেলার মো. শহিদুল ইসলামের স্ত্রী। স্কুল শিক্ষক শহিদুল ইসলাম তার অসুস্থ স্ত্রীকে নিয়ে লাল মিয়া কেরানির বাড়ির বি এন ম্যানসনে বসবাস করতেন। ঘাতক গৃহকর্মী সঞ্চিতা চাকমা রাঙ্গামাটি জেলার নানিয়ারচর এলাকার শাহজাহানের স্ত্রী বলে জানা গেছে।