ঘর ছেড়ে না পালাতে শিক্ষার্থীদের শপথ করালেন থানার ওসি

বুধবার, ২৫ মে ২০২২
নোয়াখালী প্রতিনিধি

নোয়খালীর সোনাইমুড়ী উপজেলায় অপ্রাপ্ত বয়সে প্রেমের ফাঁদে পড়ে ঘর ছেড়ে পালানো প্রতিরোধকল্পে শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করালেন সোনাইমুড়ী থানার ওসি হারুন অর রশিদ। মঙ্গলবার দুপুরে সোনাইমুড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থীদের এ শ্বপথ বাক্য পাঠ করানো হয়।

শপথ বাক্য পাঠ করানোর এসময় ওসি হারুন অর রশিদ শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, আমরা আজ থেকে শপথ করিতেছি যে, আমাদের উপর অর্পিত দায়িত্ব নিয়মিত পড়াশুনা চালাবোএবং মা-বাবা ও শিক্ষক দের আদেশ মেনে চলব। যথেচ্ছা মোবাইল ব্যবহার করবো না। নিজেকে যোগ্যস্থানে প্রতিষ্ঠিত করার জন্য নিয়মিত পড়াশুনা অব্যহত রাখবো। কোন প্রকার অবৈধ সম্পর্কে জড়াবো না।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, অপ্রাপ্ত বয়সে প্রেমের ফাঁদে পড়ে পিতা মাতার বিনা অনুমিতে ঘর ছেড়ে পালানোর প্রতিরোধকল্পে সচেতন করার লক্ষে এ আয়োজন করা হয়। তাই এ শপথ আয়োজন করা হয়েছে। এসময় সোনামুড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দসহ সোনাইমুড়ী থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বর্তমান সময়ে সোনাইমুড়ীসহ জেলার বিভিন্ন জায়গায় অনেক মেয়ে প্রেমের টানে ঘর ছেড়প পালিয়ে গেছে বলে তাদের পরিবারের সদস্যরা থানায় এসে অভিযোগ করেন। সেজন্যই পালিয়ে যাওয়া রোধেকল্পে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।

‘সারাদেশ’ : আরও খবর

» বেলতলী বধ্যভূমি দিনে গো-চারণ রাতে মাদকসেবীদের আড্ডা

সম্প্রতি