সাভারে বিভিন্ন বেসরকারি হাসপাতালে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার অভিযানে দুই হাসপাতালকে সিলগালা করেছে।এসময় আরো তিনটি হাসপাতালে বিরুদ্ধে শাস্তিমূলক নিদের্শনা প্রদান করা হয়েছে।
শুক্রবার সকালে সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সায়েমুল হুদা দুই হাসপাতাল সিলগালার বিষয়টি নিশ্চিত করেন।এরআগে বৃহস্পতিবার দুপুরে থেকে সন্ধ্যা পর্যন্ত সাভার পৌর এলাকায় বিভিন্ন হাসপাতালে অভিযান পরিচালনা করেন তিনি।
অভিযানে প্রয়োজনীয় কাগজ পত্র না থাকায় সাভার পৌর এলাকার ওয়াবদা রোড়ের সাভার জেনারেল হাসপাতাল ও মুক্তির মোড়ের নিউ মুক্তি ক্লিলিক সিলগালা করা হয়।এসময় অসপ্রে ফিজিওথেরাপি অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের কোনও কাগজ পত্র না থাকায় কার্যক্রম বন্ধ ঘোষণা করে।এছাড়া নিবন্ধন না হওয়া পর্যন্ত জ্যোতি চক্ষু হাসপাতালের উদ্বোধনের নিষেধাজ্ঞা দেয় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা।
এবিষয়ে সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সায়েমুল হুদা জানান,সাভার উপজেলায় যে সকল হাসপাতালের নিবন্ধন নেই ।সেই সকল হাসপাতাল আমারা সিলগালা করে দিচ্ছি।যারা নিবন্ধনের জন্য আবেদন করেছে।তাদের কে আমরা নিবন্ধনে জন্য সময় দিবো।এসময় তিনি আরো জানান,সাভার উপজেলায় জিরো ট্রলারেন্স নীতি অনুসরণ করা হবে বলে জানান তিনি।
বিজ্ঞান ও প্রযুক্তি: আইএমজিও ২০২৫ এর জাতীয় পর্বের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
বিজ্ঞান ও প্রযুক্তি: ডিজিটাল রূপান্তর মানে রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব
বিজ্ঞান ও প্রযুক্তি: আবারও বিকাশের ব্র্যান্ড এনডোর্সার হলেন মেহজাবীন