image
প্রতীকী ছবি

বড়ভাইকে দা দিয়ে খুপিয়ে হত্যা করলো ছোটভাই

বুধবার, ২২ জুন ২০২২
প্রতিনিধি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ):

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাদকাসক্ত বড়ভাইকে হত্যা করলো ছোটভাই। এঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে মগটুলা ইউনিয়নের নওপাড়া গ্রাম।

পুলিশ ও এলাকাবাসী জানায়, নওপাড়া গ্রামের নোমান মিয়ার মাদকাসক্ত পুত্র জারমান মিয়া (২৪) মাদকের টাকার জন্য নিজ ঘর থেকে জোর করে একটি ছাগল নিয়ে বিক্রি করতে চাইলে ছোট ভাই সিয়াম মিয়া (১৯) তাকে বাঁধা দেয়। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে দস্তাদস্তি হয়। এক পর্যায়ে ছোট ভাই সিয়াম ঘরে থাকা দা দিয়ে বড় ভাই জারমানকে খুপিয়ে আঘাত করে। পরে পরিবারের লোকজন গুরুত আহত জারমানকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বুধবার নিহতের লাশ নিয়ে বাড়ি চলে আসলে পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

ঈশ্বরগঞ্জ থানার ওসি মোস্তাছিনুর রহমান বলেন, হত্যার ঘটনায় নিহতের বাবা বাদি হয়ে পুত্র সিয়ামকে আসামী করে মামলা করেছেন। আসামী আটকের চেষ্টা চলছে।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি