image

পদ্মা সেতুর আদলে তৈরি হচ্ছে জনসভার মঞ্চ

বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২
সংবাদ অনলাইন রিপোর্ট

স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনের আর মাত্র ২ দিন বাকি। ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্নের এই সেতু উদ্বোধন করবেন। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সেতুর উদ্বোধনের পর জনসভা করবেন প্রধানমন্ত্রী। সেই সভার মঞ্চ তৈরি করা হচ্ছে সেতুর আদলেই।

জানা গেছে, মঞ্চের ঠিক সামনে পানিতে ভাসতে থাকবে বিশাল আকৃতির একটি নৌকা। তার পাশে ১১টি পিলারের ওপর ১০টি স্প্যান বসিয়ে তৈরি করা হচ্ছে মঞ্চ। দেখে মনে হবে সেতুর পাশ দিয়ে বড় একটি নৌকা চলছে।

সংশ্লিষ্ট্ররা জানায়, শিবচর উপজেলার কাঁঠালবাড়ি বাংলাবাজার এলাকার পদ্মা নদীর পারেই পদ্মা সেতুর আদলে সভামঞ্চ সাজানোর কাজ চলছে ১৫ দিনের বেশি সময় ধরে। দিন-রাত শ্রমিকরা কাজ করছেন। ৪০ শয্যাবিশিষ্ট ৩টি অস্থায়ী হাসপাতাল ও ৬ শতাধিক বাথরুম বানানো হয়েছে।

প্রায় ১ কিলোমিটার এলাকাজুড়ে জনসভাস্থলের সভামঞ্চ পদ্মা সেতুর আদলে সাজানো হচ্ছে। নিরাপত্তার জন্য বসানো হয়েছে সিসি ক্যামেরা ও নিরাপত্তা চৌকি। এখন দিন-রাত চলছে কাজ।

সরেজমিন দেখা গেছে, মঞ্চ তৈরির কাজ শেষ পর্যায়ে। এখন চলছে সাজগোজের কাজ। জনসভা ঘিরে তিন বর্গকিলোমিটার এলাকাজুড়ে আলোকসজ্জার কাজ করছেন শ্রমিকরা।

সভাস্থলের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে সেনাবাহিনী, র্যা ব, পুলিশ, ফায়ার সার্ভিসসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রায় ১৫ একর জমিতে জনসভাস্থল করা হয়েছে।

সংশ্লিষ্ট্ররা আরও জানায়, সভাস্থলে ৫০০ অস্থায়ী শৌচাগার, ভিআইপিদের জন্য আরও ২২টি শৌচাগার, সুপেয় পানির লাইন, ৩টি ভ্রাম্যমাণ হাসপাতাল, নারীদের আলাদা বসার ব্যবস্থা, প্রায় ২ বর্গকিলোমিটার আয়তনের সভাস্থলে দূরের দর্শনার্থীদের জন্য ২৬টি এলইডি মনিটর, ৫০০ মাইকের ব্যবস্থা রাখা হয়েছে।

এছাড়া নদীপথে আসা মানুষের জন্য ২০টি পন্টুন তৈরি করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে একসময়ের পদ্মাপাড়ে বইছে উৎসবের আমেজ। এ উপলক্ষে জনসভায় ১০ লাখ মানুষের সমাগম হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

‘সারাদেশ’ : আরও খবর

» চাকরি স্থায়ী হচ্ছে না চট্টগ্রাম ওয়াসার কর্মচারীদের, কাফনের কাপড় পরে বিক্ষোভ

» পীরগঞ্জে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

» র‌্যাব কর্মকর্তার স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে স্বর্ণালঙ্কার লুট

» ডেঙ্গু: আরও ৪১১ জন ভর্তি, মৃত্যু ৩

» পঞ্চগড়ে তাপমাত্রা নেমেছে ৮ ডিগ্রিতে, বইছে মৃদু শৈত্যপ্রবাহ

সম্প্রতি