প্রতিনিধি, কক্সবাজার

বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২

কক্সবাজার রোহিঙ্গা শিবিরে দুর্বৃত্তের গুলিতে আরেক আরসা সদস্য নিহত

image

কক্সবাজার রোহিঙ্গা শিবিরে দুর্বৃত্তের গুলিতে আরেক আরসা সদস্য নিহত

বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২
প্রতিনিধি, কক্সবাজার

কক্সবাজারের উখিয়ায় দুর্বৃত্তের গুলিতে মায়ানমারের সশস্ত্রগোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মির (আরসা) আরেক সদস্য নিহত হয়েছেন। গতকাল বুধবার রাতে উপজেলার বালুখালী শিবিরের (ক্যাম্প-১৭) এইচ-৮৪ ব্লকে এ ঘটনা ঘটেছে।

নিহত ব্যক্তির নাম মোহাম্মদ শাহ (৪২)। তিনি ওই শিবিরের ডি ব্লকের মৃত আবদুল আলীর ছেলে। মোহাম্মদ শাহ রোহিঙ্গা দুর্বৃত্তের গুলিতে নিহত আরসা কমান্ডার মোহাম্মদ হাশিমের সহযোগী এবং আরসা সদস্য বলে নিশ্চিত করেছে পুলিশ ও রোহিঙ্গা নেতারা।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক ও পুলিশ সুপার মো. নাইমুল হক বলেন, রাত সাড়ে ৮টার দিকে মোহাম্মদ শাহ ক্যাম্পের একটি দোকানের সামনে কয়েকজন রোহিঙ্গার সঙ্গে আড্ডা দিচ্ছিলেন। এ সময় কয়েকজন রোহিঙ্গা সন্ত্রাসী মোহাম্মদ শাহকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। এতে মোহাম্মদ শাহর গলায় গুলি লাগে। পরে গুরুতর আহত অবস্থায় মোহাম্মদ শাহকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এপিবিএন পুলিশ জানায়, নিহত মোহাম্মদ শাহ আরসা সেকেন্ড-ইন-কমান্ডার ও পুলিশের তালিকাভুক্ত শীর্ষ রোহিঙ্গা সন্ত্রাসী মো. হাশিমের সহযোগী ছিলেন। গত মে মাসে রোহিঙ্গা সন্ত্রাসীর গুলিতে হাশিম খুন হলে মোহাম্মদ শাহ ক্যাম্প ছেড়ে মিয়ানমারে আত্মগোপনে ছিলেন। কয়েক দিন আগে মোহাম্মদ শাহ মিয়ানমার থেকে পালিয়ে আবার এই ক্যাম্পে এসে আশ্রয় নেন।

নিহত ব্যক্তির স্ত্রী সাজেদা বেগম বলেন, ঘরের ভেতর সব সময় নেটওয়ার্ক থাকে না। তাই রাত আটটার দিকে তাঁর স্বামী মুঠোফোনে কথা বলার জন্য ঘর থেকে বেরিয়ে পাশের একটি দোকানে যান। হঠাৎ কিছু অপরিচিত লোক দোকানে এসে তাঁর স্বামীকে গুলি করে পালিয়ে যায়। পরে দ্রুত তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁর স্বামীকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, ১৫ জুন রাতে কুতুপালং ক্যাম্পের সি-ব্লকে হামলা চালায় কতিপয় আরসা সদস্য। এ সময় রোহিঙ্গা সন্ত্রাসীদের আরেকটি গ্রুপ মুন্নাবাহিনীর সঙ্গে গোলাগুলিতে আরসা সদস্য মো. সলিম উল্লাহ নিহত হন। তিনি কুতুপালং আশ্রয়শিবিরের (ক্যাম্প-২, পশ্চিম) সি-২ ব্লকের বাসিন্দা আবদুস শুক্কুরের ছেলে। সলিম উল্লাহ আরসার সক্রিয় সদস্য ছিলেন। সলিম হত্যা হামলায় এপিবিএন পাঁচজন রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে।

এর কয়েক দিন আগে সন্ত্রাসীরা উখিয়ার বালুখালী (ক্যাম্প-২০) আশ্রয়শিবিরের একটি শেডের মাঝি (নেতা) আজিম উদ্দিনকে কুপিয়ে হত্যা করা হয়। আরসা সদস্যদের গতিবিধি এবং অবস্থান সম্পর্কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতার অভিযোগে আজিমকে হত্যা করা হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় জড়িত আরেকটি ক্যাম্পের রোহিঙ্গা মাঝি নুর মোহাম্মদকে গ্রেপ্তার করেছে এপিবিএন।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন রোহিঙ্গা নেতা বলেন, রোহিঙ্গাদের শীর্ষ নেতা মুহিবুল্লাহ হত্যার পর আরসা সন্ত্রাসীরা বেপরোয়া হয়ে উঠেছে। সন্ত্রাসীরা সাধারণ রোহিঙ্গাদের ভয়ভীতি দেখানোর জন্য ভারী অস্ত্র প্রদর্শন করছে। মাঝেমধ্যে আরসা সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে গোলাগুলিতে জড়িয়ে পড়ছে। আবার আরসার সঙ্গে অন্যান্য রোহিঙ্গা সন্ত্রাসী বাহিনীর মধ্যেও গোলাগুলির ঘটনা ঘটছে। এতে সাধারণ রোহিঙ্গাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

তবে পুলিশ সুপার মো. নাইমুল হক বলেন, আশ্রয়শিবিরের পরিস্থিতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। সন্ত্রাসীদের ধরতে শিবিরে অভিযান চলছে। শিবিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

‘সারাদেশ’ : আরও খবর

» কিশোরগঞ্জে প্রকাশ্যে মাছ লুটের অভিযোগ

» বাংলাদেশ স্কাউটসে ৩ শাখার সর্বোচ্চ অ্যাওয়ার্ড বিতরণ

» ডেঙ্গু: হাসপাতালে ভর্তি ৯৭ হাজার ছাড়িয়েছে

» তারাগঞ্জে ফসলি জমির মাটি কাটায় জরিমানা

» মোরেলগঞ্জে কমিউনিটি ক্লিনিকে তালা, সেবাবঞ্চিত স্থানীয়রা

» নারায়ণগঞ্জে আগুনে ৩৫টি তৈরি পোশাকের দোকান পুড়ে ছাই

» কেশবপুরে যৌথবাহিনীর অভিযানে আটক যুবদল নেতার মৃত্যু

» টেকনাফে নৌ-বাহিনীর অভিযানে ৪টি অস্ত্র, ১০টি গ্রেনেড উদ্ধার

» সেলো মেশিনে হারবাং থেকেই মাসে কোটি টাকার বালু লুট

» কলারোয়ায় যথাযোগ্য মর্যাদায় ‘কলারোয়া মুক্ত’ দিবস পালিত

» গজারিয়া উপজেলায় শিক্ষক স্বল্পতার কারণে প্রাথমিক শিক্ষার বেহাল দশা

» ৫৩ বিজিবি’র অভিযানে ২ ভারতীয় চোরাকারবারিসহ আটক ৩

» তারাগঞ্জে বীর মুক্তিযোদ্ধা ও সহধর্মিণীর মরদেহ উদ্ধার

» মুন্সীগঞ্জে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পিং

» দুমকিতে জমে উঠেছে গরম পোশাক বিক্রি

» রাজশাহী সীমান্তে ভারতীয় সিরাপসহ আটক ১

» নবীগঞ্জে এশিয়ার অন্যতম বৃহৎ বিদ্যুৎ কেন্দ্র সামিট বিবিয়ানায় অগ্নিকান্ড

» চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে লাগেজে মিলল ৯০ লাখ টাকার সিগারেট

» হবিগঞ্জে ট্রাক চাপায় স্কুল শিক্ষক নিহত

» সোনারগাঁয়ে গ্যাস লিকেজ বিস্ফোরণে শিশুসহ আহত ৪

সম্প্রতি