image

পদ্মা সেতু: সাক্ষী হতে এসে নিজেরাই ইতিহাসের অংশ হলেন তারা

রোববার, ২৬ জুন ২০২২
সংবাদ অনলাইন রিপোর্ট

সবার জন্য স্বপ্নের পদ্মা সেতু খুলে দেওয়ার কথা থাকায় আগে থেকেই প্রথম যাত্রার অভিজ্ঞতা স্মরণীয় করে রাখার অপেক্ষায় ছিলেন অনেকে। সে কারণে রাতেই অনেকে মোটরসাইকেলসহ বিভিন্ন বাহন নিয়ে এসে অপেক্ষা করছিলেন সেতুর দুই প্রান্তে।

সকাল ৬টায় টোল প্লাজা চালুর কথা থাকলেও কিছুটা আগেই খোলে দেয়া হয়। মাওয়া টোল প্লাজার ৩ নম্বর লেইনে ঠিক ৫টা ৫০ মিনিটে প্রথম মোটরসাইকেল আরোহী হিসেবে ১০০ টাকা টোল দিয়ে সেতু পার হওয়ার সুযোগ পান।

ঢাকার কামরাঙ্গীর চর থেকে রাতেই বন্ধুরা মিলে দল বেঁধে এসেছেন আমিনুলরা। দীর্ঘক্ষণ অপেক্ষাও করেছেন। জানালেন, তার মোটর সাইকেল সামনে থাকায় প্রথম সুযোগটা তিনি পেয়ে গেছেন।

আর বড় যানবাহনের মধ্যে প্রথম পার হয় প্রথম ট্রাক—ঢাকা মেট্রো ট-১৮-৭২২২, প্রথম প্রাইভেট কার—ঢাকা মেট্রো গ-২৮-০৯৮৬ এবং প্রথম বাস—ঢাকা মেট্রো হ-১৫-৪৬২৪ ।

অন্যদিকে সেতুর জাজিরা প্রান্ত দিয়ে প্রথম যাত্রীবাহী বাস নিয়ে টোল প্লাজা অতিক্রম করেন টাঙ্গাইলের মো. হানিফ। তিনিও দীর্ঘ সময় অপেক্ষার পর প্রথম মোটরসাইকেল হিসেবে সেতু পার হওয়ার সুযোগ পান।

সেতুর জাজিরা প্রান্তে সকাল ৬টায় টোল গেইট খুলে দেয়া হলে প্রথম টোল দিয়ে প্রাইভেটকার নিয়ে সেতুতে ওঠেন এবি এম জাফর উল্লাহর।

তিনিও ইতিহাসের সাক্ষী হতে গোপালগঞ্জ থেকে এসে রাতেই প্রাইভেটকার নিয়ে অপেক্ষা করছিলেন।

জাফর উল্লাহ বলেন, ‘এ অনুভুতি ভাষায় প্রকাশ করার মত নয়।’

আর জাজিরা প্রান্ত দিয়ে প্রথম যাত্রীবাহী বাস নিয়ে টোল প্লাজা অতিক্রম করেন টাঙ্গাইলের মো. হানিফ।

‘সারাদেশ’ : আরও খবর

» চাকরি স্থায়ী হচ্ছে না চট্টগ্রাম ওয়াসার কর্মচারীদের, কাফনের কাপড় পরে বিক্ষোভ

» পীরগঞ্জে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

» র‌্যাব কর্মকর্তার স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে স্বর্ণালঙ্কার লুট

» ডেঙ্গু: আরও ৪১১ জন ভর্তি, মৃত্যু ৩

» পঞ্চগড়ে তাপমাত্রা নেমেছে ৮ ডিগ্রিতে, বইছে মৃদু শৈত্যপ্রবাহ

সম্প্রতি