হাত দিয়ে পদ্মা সেতুর রেলিংয়ের নাট বল্টু খোলার ভিডিও টিকটকে আপলোড করা যুবককে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি।
রোববার (২৬ জুন) সন্ধ্যায় সিআইডির একাধিক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন। বিকালে রাজধানীর বেইলি রোড থেকে বায়েজিদ নামে ওই যুবককে আটক করা হয়।
সেতুর রেলিংয়ের নাট খুলে টিকটক করেছেন এক যুবক। কাইসার ৭১ (Kaisar71) নামক একটি টিকটক একাউন্টের লোগো লাগানো ৩৬ সেকেন্ডের ভিডিওটি ভাইরাল হয়। যা নিয়ে শুরু হয় সমালোচনা।
বিষয়টি আইনশৃঙ্খলাবাহিনীর নজরে এলে তাকে ধরতে অভিযান শুরু হয়। প্রথমে তার অবস্থান শনাক্তের পর তাকে আটক করা হয়। বর্তমানে তাকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে।
৩৬ সেকেন্ডের ভিডিওতে দেখা গেছে, সেতুর রেলিংয়ের দুটি নাট হাত দিয়েই খুলে ফেলেন ওই যুবক। খোলা নাট হাত নিয়ে তিনি বলেন, ‘এই হলো পদ্মা সেতু আমাদের...পদ্মা সেতু। দেখো আমাদের হাজার হাজার কোটি টাকার পদ্মাসেতু। এই নাট খুইলা এহন আমার হাতে। ’
এ সময় পাশে থেকে আরেক ব্যক্তি বলেন, ‘ভাইরাল কইরা ফালায়েন না। ’
ভিডিওটি ফেইসবুকে ভাইরাল হওয়ার পর বিষয়টি পুলিশের নজরে আসে।
অপরাধ ও দুর্নীতি: দেশে ও লন্ডনে আনোয়ারুজ্জামানের বিপুল সম্পদের তথ্য পেয়েছে দুদক
অপরাধ ও দুর্নীতি: ৪৩ বছর ধরে প্লট দখলে আমলা-রাজনীতিকরা, বঞ্চিত স্থানীয় চাষিরা