ঘের মালিকের হামলায় ৩ আহত

রোববার, ২৬ জুন ২০২২
প্রতিনিধি, কেশবপুর (যশোর)

যশোরের কেশবপুরে ঘেরের মাটি বিক্রি করাকে কেন্দ্র করে ঘের মালিকের হামলায় দুই কৃষকসহ ৩ জন মারাত্মক জখম হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। এ ঘটনায় হুমায়ুন কবীর বাদি হয়ে ঘের মালিক জাহাঙ্গীর আলমসহ ৪ জনের নামে থানায় অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার বাগদা গ্রামের আবুল কাশেমের বাগদার বিলে ১০ বিঘা জমির একটি মাছের ঘের রয়েছে। ৭ বছর আগে মাছের ঘেরটি লিজ নেয় বাগদা গ্রামের মৃত রাজ্জাক সরদারের ছেলে ঘের মালিক জাহাঙ্গীর আলম। তিনি প্রথম বছরেই ঘেরের ক্যানেল ভেড়ী নির্মাণ করে মাছ চাষ শুরু করেন। এরপর জমির মালিক কৃষক আবুল কাশেমকে না জানিয়ে ওই ঘের মালিক ঘেরের মাটি বিক্রি করে দেয় শ্রীরামপুর গ্রামের মাটি ব্যবসায়ী বাবলুর রহমানের কাছে। এনিয়ে জমির মালিক আবুল কাশেমের সাথে ঘের মালিক জাহাঙ্গীর আলমের উত্তপ্ত বাক্য বিনিময়সহ ঘের মালিক অকথ্য ভাষায় গালমন্দ করে।

‘সারাদেশ’ : আরও খবর

» ডিমলায় অবৈধ পাথর পরিবহনকালে ট্রাকসহ চালক-হেলপার আটক

সম্প্রতি