বগুড়ার আদমদীঘিতে বাসাবাড়িতে জানালার গ্রীলের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে শিমুল হোসেন (৩৩) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (২৫ জুন) সকালে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উপজেলার মুরইল বাজারে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার ডহরপুর গ্রামের মৃত আবু বক্করের ছেলে নির্মাণ শ্রমিক শিমুল মুরইল বাজারে বাবুর বাসায় করার সময় জানালার গ্রীলের মাফ নিতে গিয়ে অসাবসাধনতা বশত ঝুলে থাকা তারের স্পর্শে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ বিষয়ে আদমদীঘি থানার নির্মাণ শ্রমিকের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আন্তর্জাতিক: পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে তুমুল সংঘর্ষ
অপরাধ ও দুর্নীতি: ব্যাগভর্তি জাল টাকা, হাসপাতালে বিল দেয়ার সময় আটক তিন
সারাদেশ: সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি