পৃথক অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৬

প্রতিনিধি, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জে পৃথক অভিযান চালিয়ে ১৪শ’ ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৬ কেজি গাঁজা জব্দসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। সোমবার (২৭ জুন) চালানো অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে র‌্যাব-১১ এর মিডিয়া অফিসার রিজওয়ান সাঈদ জিকু জানান। গ্রেপ্তার ছয়জন হলেন- নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার দুপ্তারা গ্রামের মৃত কাইয়ুম ভূঁইয়ার ছেলে রেদওয়ান ভূঁইয়া (২৩), একই গ্রামের ওবায়দুলের ছেলে হাসিব (২৪), কুমিল্লার চৌদ্দগ্রামের সোনাকাঠিয়া গ্রামের বাচ্চু মিয়ার ছেলে মাহামুদ হাসান (৩০), একই গ্রামের এরশাদ মিয়ার ছেলে ইউনুস মিয়া (৩৫), কুমিল্লার লাকসামের রাজঘাট এলাকার আব্দুল কদেরের ছেলে আরিফুল ইসলাম (২৮), লাকসামের পেয়ারাপুর এলাকার আলী আহম্মেদের ছেলে আবুল খায়ের (২৪)। র‌্যাব কর্মকর্তা রিজওয়ান জানান, সোমবার সকালে নারায়ণগঞ্জের বন্দরের মদনপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢাকাগামী একটি প্রাইভেটকার তল্লাশি করে ৪০০ বোতল ফেনসিডিলসহ রেদওয়ান ও হাসিবকে গ্রেপ্তার করা হয়। ১৪৫০ পিস ইয়াবা ও ২ কেজি গাঁজাসহ মাহামুদ ও ইউনুসকে সোনারগাঁয়ের আষাঢ়িয়ারচর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। মুন্সিগঞ্জের গজারিয়ার বাউশিয়া এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ আরিফুল ও আবুলকে গ্রেপ্তার করে র‌্যাব-১১ এর আরেকটি দল। পৃথক তিন অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ একটি প্রাইভেটকার ও দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।

‘সারাদেশ’ : আরও খবর

» নিপা ভাইরাস: খেজুরের কাঁচারস ও বাদুড়ে খাওয়া আধাফল না খাওয়ার পরামর্শ

» ডিমলায় আনসার ক্যাম্পে দুই দফা সন্ত্রাসী তা-বে ৭ শতাধিক আসামির বিরুদ্ধে মামলা হলেও ৯ দিনেও কেউ গ্রেপ্তার হয়নি

» ৪ বিভাগ ও ১২ জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, বদলগাছীতে সর্বনিম্ন তাপমাত্রা

» শ্রেষ্ঠ সমাজসেবা পদক পেলেন তারাগঞ্জের কর্মকর্তা

সম্প্রতি