‘এপিএ সরকারি কাজে স্বচ্ছতা ও গতি এনেছে’

সংবাদ অনলাইন রিপোর্ট

বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) সরকারি প্রতিষ্ঠানের কাজে গতি ও স্বচ্ছতা এনেছে বলে মন্তব্য করেছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। তিনি বলেন, ‘এপিএ প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনন্য উদ্যোগ। এর মাধ্যমে সরকারি প্রতিষ্ঠানসমূহের বার্ষিক কর্মসম্পাদন কার্যক্রম গতিশীল হয়েছে। কর্মসম্পাদনের হার বেড়েছে এবং কাজকর্মে স্বচ্ছতা বেড়েছে।’

মঙ্গলবার (২৮ জুন) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব এবং মন্ত্রণালয়াধীন সংস্থা প্রধানদের মধ্যে ২০২২-২৩ অর্থবছরের এপিএ স্বাক্ষর এবং শুদ্ধাচার পুরস্কার অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর প্রতিনিধি হিসেবে সিনিয়র সচিব জিয়াউল হাসান মন্ত্রণালয়ের অধীনস্থ ৯টি সংস্থার সঙ্গে এপিএ সই করেন।

‘সারাদেশ’ : আরও খবর

» মাদ্রাসা শিক্ষক-কর্মচারী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

» পলাশে শত বাহারি পিঠা উৎসব

» মোহনগঞ্জের হাওরে বোরো আবাদে ব্যস্ত কৃষক

» ধনবাড়ীতে নির্বাচন কার্যক্রম সমন্বয়বিষয়ক মতবিনিময় সভা

সম্প্রতি