image

কক্সবাজারে ইয়াবা পাচার মামলায় ২ ভাইকে ১০ বছর করে কারাদণ্ড

বুধবার, ২৯ জুন ২০২২
জেলা প্রতিনিধি, কক্সবাজার:

ইয়াবা পাচার মামলায় দুই ভাইকে ১০ বছর করে সশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা করে অর্থদন্ড প্রদান করেছে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক।

আদেশে অর্থ দন্ড অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদন্ডও ভোগ করার কথা বলা হয়েছে।

বুধবার (২৯ জুন) বিকেলে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল এই আদেশ দেন বলে নিশ্চিত করেছেন পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম।

কারাদন্ড প্রাপ্তরা হলেন, কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং এলাকার মৃত আহমদ ছফার পুত্র নুরুল আলম (২৬) ও মহি উদ্দিন (৩০)।

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পিপি ফরিদুল আলম জানান, ২০১৮ সালের ১ মে টেকনাফে এক অভিযানে ৩০ হাজার ইয়াবাসহ ২ জনকে আটক করে হোয়াইক্যং হাইওয়ে থানা পুলিশ।

এব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলাটির আইনী প্রক্রিয়া শেষে রায় প্রদান করা হয়। রায় প্রদানকালে অভিযুক্ত ২ ভাই আদালতে উপস্থিত ছিলেন। আদেশে হাজত ভোগ সময় সাজা থেকে বাদ যাবে বলে উল্লেখ রয়েছে।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি