image

???? ????????? ? ?????? ??

সুনামগঞ্জের সুরমার পানি ফের বাড়ছে

সংবাদ অনলাইন রিপোর্ট

সুনামগঞ্জে আবারও টানা বৃষ্টিপাত শুরু হয়েছে। সেই সঙ্গে পাহাড়ি ঢলে সুরমা নদীর পানি আবারও বৃদ্ধি পাচ্ছে। যদিও এখনও সুরমার পানি বিপৎসীমার নিচ দিয়েই প্রবাহিত হচ্ছে।

তবে সুরমার পানি বৃদ্ধি পাওয়ায় সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি অবনতি হওয়ার শঙ্কা করা হচ্ছে।

সংশ্লিষ্ট্র সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত সুরমা নদীর পানি ১০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে।

তবুও এখন সুরমার পানি বিপৎসীমার মাত্র ৫ সেন্টিমিটার নিচ দিয়েই প্রবাহিত হচ্ছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে ১৮৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে আবহাওয়া অফিস।

এরইমধ্যে গতকাল থেকে আবারও পানি বৃদ্ধি পাওয়ায় নিচু এলাকা আবারও প্লাবিত হওয়ার আশংকা দেখা দিয়েছে।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহুরুল ইসলাম বলেন, সুনামগঞ্জ ও মেঘালয় পাহাড়ে বৃষ্টিপাত হওয়ায় সুরমাসহ অন্যান্য নদীর পানি বৃদ্ধি পাচ্ছে।

এদিকে বন্যা কবলিত অনেকের ঘরবাড়ি থেকে পানি নামেনি। ফলে এখনও আশ্রয়কেন্দ্র থেকে অনেক মানুষ বাড়ি ফিরতে পারেনি।

‘সারাদেশ’ : আরও খবর

» শিল্প-কৃষি-চিকিৎসাসমৃদ্ধ পলাশের ইতিকথা

» মিঠাপুকুরে চারজনকে ব্যাকডেটে নিয়োগ জালিয়াতির অভিযোগ

» জনস্বাস্থ্য ঝুঁকি কমাতে প্রবিধান দ্রুত কার্যকরের দাবিতে স্মারকলিপি

» গজারিয়ায় যৌথ অভিযানে মাদক ব্যবসায়ী আটক, ইয়াবা উদ্ধার

সম্প্রতি