image

নারায়ণগঞ্জে ৩৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২
প্রতিনিধি, নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৩৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের কথা জানিয়েছেন র‌্যাব-১১ এর মিডিয়া অফিসার এএসপি রিজওয়ান সাঈদ জিকু।

বৃহস্পতিবার (৩০ জুন) সকালে উপজেলার আষাঢ়িয়ারচর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান র‌্যাব কর্মকর্তা। এই সময় জব্দ করা হয় একটি পিকআপ ভ্যান।

গ্রেপ্তার দু’জন হলেন- ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার শ্রীপুর মধ্যপাড়া এলাকার এনামুল সরকারের ছেলে বশির হাসান (২০) এবং একই এলাকার আলী আক্কাসের ছেলে মো. আশিক (২২)।

র‌্যাব কর্মকর্তা রিজওয়ান সাঈদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে আষাঢ়িয়ারচর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। গাঁজসহ দু’জনকে হাতে-নাতে গ্রেপ্তার করা হয়। তারা দীর্ঘদিন যাবৎ পণ্যবাহী পিকআপে পণ্য পরিবহনের আড়ালে অভিনব কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা পরিবহন করে নিয়ে এসে ঢাকা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে। তাদের দু’জনের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি