রংপুর নগরীর রবার্টসনগঞ্জ মন্ডলপাড়া এলাকায় অনুমোদনহীন আয়ুবের্দীয় ওষুধ কারখানা এসআর ল্যাবরেটরিজে শিশুদের জন্য ক্ষতিকর ওষুধ তৈরির কারখানায় অভিযান পরিচালনা করেছে সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৩ আগস্ট) দুপুরে ওই প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা। প্রয়োজনীয় অনুমোদন ও বৈধ কাগজপত্র না থাকা ও ক্ষতিকর ওষুধ তৈরি করার অভিযোগে মালিককে ৫০ হাজার টাকা জরিমানা ও কারখানাটি বন্ধ করে দেয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা সাংবাদিকদের জানান, এসআর ল্যাবরেটরিজ নামে আয়ুবেদীয় প্রতিষ্ঠানে উৎপাদিত শিশুদের বিভিন্ন জটিল রোগ নিরাময়ের নাম করে বাসক, তুলশি, দিনার, বেবিপেপ, জাইম, বিকোরেক্স, এনাফেরন নামের ওষুধ তৈরি করে বাজারজাত করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ওই কারখানায় অভিযান চালিয়ে সব ওষুধ ধংস করা হয়। সেইসঙ্গে কারখানা পরিচালনার অনুমোদন, কেমিস্টসহ প্রয়োজনীয় জনবল না থাকার অপরাধে কোম্পানির মালিক রফিকুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে কারখানাটি পুরোপুরি বন্ধ ঘোষণা করা হয়।
অভিযান পরিচালনার সময় ওষুধ প্রশাসনের সহকারী পরিচালক তৌহিদুল ইসলামসহ আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অপরাধ ও দুর্নীতি: দেশে ও লন্ডনে আনোয়ারুজ্জামানের বিপুল সম্পদের তথ্য পেয়েছে দুদক
অপরাধ ও দুর্নীতি: ৪৩ বছর ধরে প্লট দখলে আমলা-রাজনীতিকরা, বঞ্চিত স্থানীয় চাষিরা
নগর-মহানগর: আরও কয়েকটি এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা