ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ কারেন্ট জাল বিক্রির দায়ে একটি দোকান সিলগালা এবং তিন দোকানিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুরে সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইয়ামিন হোসেন শহরের জগত বাজারে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এ সময় ভ্রাম্যমান আদালত মেসার্স মোল্লা স্টোরের মালিক মো. হারুন-অর রশিদকে ১০ হাজার, তার ছেলে মো. সাইফুল ইসলামকে ১০ হাজার ও অপর ব্যবসায়ী মো. শাহজাহানকে ১০ হাজার করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় ভ্রাম্যমান আদালত মেসার্স মোল্লা স্টোরকে সিলগালা করেন। এ ব্যাপারে ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ ইয়ামিন হোসেন বলেন, জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ভ্রাম্যমান আদালত পরিচালনার অংশ হিসেবে শহরের জগত বাজারে অভিযান পরিচালনা করা। তিনি বলেন, আমাদের কাছে তথ্য ছিলো জগত বাজারের মেসার্স মোল্লা স্টোরে অবৈধভাবে কারেন্ট জাল বিক্রি করা হয়। সত্যতা যাচাইয়ের জন্য দুপুরে আমাদের লোক ক্রেতা সেজে ওই দোকানে গিয়ে কারেন্ট জাল কেনার সময় হাতে নাতে বিক্রেতাকে আটক করি।
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                        ইপেপার
                        
                                                	                            	জাতীয়
                           	                            	সারাদেশ
                           	                            	আন্তর্জাতিক
                           	                            	নগর-মহানগর
                           	                            	খেলা
                           	                            	বিজ্ঞান ও প্রযুক্তি
                           	                            	শিক্ষা
                           	                            	অর্থ-বাণিজ্য
                           	                            	সংস্কৃতি
                           	                            	ক্যাম্পাস
                           	                            	মিডিয়া
                           	                            	অপরাধ ও দুর্নীতি
                           	                            	রাজনীতি
                           	                            	শোক ও স্মরন
                           	                            	প্রবাস
                           	                            নারীর প্রতি সহিংসতা
                            বিনোদন
                                                                        	                            	সম্পাদকীয়
                           	                            	উপ-সম্পাদকীয়
                           	                            	মুক্ত আলোচনা
                           	                            	চিঠিপত্র
                           	                            	পাঠকের চিঠি
                           	                                            শুক্রবার, ০৫ আগস্ট ২০২২
ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ কারেন্ট জাল বিক্রির দায়ে একটি দোকান সিলগালা এবং তিন দোকানিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুরে সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইয়ামিন হোসেন শহরের জগত বাজারে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এ সময় ভ্রাম্যমান আদালত মেসার্স মোল্লা স্টোরের মালিক মো. হারুন-অর রশিদকে ১০ হাজার, তার ছেলে মো. সাইফুল ইসলামকে ১০ হাজার ও অপর ব্যবসায়ী মো. শাহজাহানকে ১০ হাজার করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় ভ্রাম্যমান আদালত মেসার্স মোল্লা স্টোরকে সিলগালা করেন। এ ব্যাপারে ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ ইয়ামিন হোসেন বলেন, জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ভ্রাম্যমান আদালত পরিচালনার অংশ হিসেবে শহরের জগত বাজারে অভিযান পরিচালনা করা। তিনি বলেন, আমাদের কাছে তথ্য ছিলো জগত বাজারের মেসার্স মোল্লা স্টোরে অবৈধভাবে কারেন্ট জাল বিক্রি করা হয়। সত্যতা যাচাইয়ের জন্য দুপুরে আমাদের লোক ক্রেতা সেজে ওই দোকানে গিয়ে কারেন্ট জাল কেনার সময় হাতে নাতে বিক্রেতাকে আটক করি।