সখীপুরে কবিরাজের ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু

শুক্রবার, ০৫ আগস্ট ২০২২
প্রতিনিধি, সখীপুর (টাঙ্গাইল)

টাঙ্গাইলের সখীপুরে কবিরাজের ভুল চিকিৎসায় তাসলিমা আক্তার (২২) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার যাদবপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তাসলিমা ওই গ্রামের মোতালেব হোসেনের মেয়ে। এ ঘটনায় পার্শ্ববর্তী বেড়বাড়ী গ্রামের তাহের কবিরাজের ছেলে আসমান আলী কবিরাজের বিরুদ্ধে সখীপুর থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ ওইদিনই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠায়। নিহতের পরিবার সূত্রে জানা যায়, বিয়ের কিছুদিন পর হতেই তাসলিমা আক্তার মানসিক অসুখে ভুগছিলেন। তার ওপর ভূতে আছর করেছে বলে দাবি করেন বেড়বাড়ী গ্রামের আসমান আলী নামের এক কবিরাজ। বেশ কিছুদিন ধরেই ওই কবিরাজ তাকে নানা ঝাড়ফুক দিচ্ছেন। সোমবার ওই কবিরাজ রোগীর ভূত ছাড়াতে পেয়াজের রস, চুনসহ বিভিন্ন গাছন্তের রস নাক দিয়ে ঢাললে তাসলিমা আক্তার অচেতন হয়ে পড়ে। পরদিন মঙ্গলবার তার মৃত্যু হয়। স্থানীয় ইউপি সদস্য আলতাফ হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তাসলিমার স্বামী রাসেল আহমেদ বলেন, কবিরাজ ভূত ছাড়াতে আমার স্ত্রীর নাক দিয়ে পেয়াজের রস, চুনসহ বিভিন্ন গাছন্তের রস ঢাললে সে অজ্ঞান হয়ে পড়ে। পরদিন সে মারা যায়।

‘সারাদেশ’ : আরও খবর

» খুলনায় এনসিপির শ্রমিক সংগঠনের নেতা মোতালেব শিকদারকে গুলি

সম্প্রতি