দিনাজপুরের নবাবগঞ্জে স্যালো চালিত ইঞ্জিন (পাওয়ার টিলার) নিয়ে জমি চাষ করার সময় বজ্রপাতে রবিন সরেন (৩৮) নামের এক আদিবাসি কৃষকের মৃত্যু হয়েছে।
শনিবার সকাল সাড়ে নয় টার দিকে উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের খটখটিয়া গ্রামের মাঠে এই ঘটনা ঘটে। নিহত রবিন সরেন ওই এলাকার বাবুরাম সরেনের ছেলে। স্থানীয় গোলাপগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান রাশেদুল কবির রাজু বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিবারের বরাত দিয়ে চেয়ারম্যান জানান, সকালে স্যালো চালিত ইঞ্জিন পাওয়ার টিলার নিয়ে মাঠে জমি চাষ করছিলেন রবিন সরেন। এসময় হঠাৎ করে বিকট শব্দে বজ্রপাতে গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে নেওয়ার আইগেই পথে তার মৃত্যু হয়।
সারাদেশ: ওকেশবপুরে তারুণ্যের উৎসব
অর্থ-বাণিজ্য: ১৭ দিনেই প্রবাসী আয় ছাড়ালো ২ বিলিয়ন ডলার
সারাদেশ: ঝালকাঠিতে সড়ক দূর্ঘটনায় নিহত ১