পিবিআইকে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ
ফেনী মডেল থানার অফিসার ইনচার্জসহ (ওসি) ৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ দাখিল করেছেন জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিমের স্ত্রী লুৎফুন নাহার। বুধবার (১০ আগস্ট) দুপুরে ফেনী সদর আমলী আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মুহাম্মদ আশেকুর রহমানের নিকট অভিযোগ দায়ের করেন তিনি। আদালত অভিযোগ গ্রহণ করে পিবিআইকে আগামী ৩০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন। এ ঘটনার বিচার বিভাগীয় তদন্তের আবেদন করা হয়েছে। অভিযোগে তার স্ত্রী ফেনী মডেল থানার ওসি নিজাম উদ্দিন, এসআই এমরান হোসেন, এসআই নারায়ণ চন্দ্র দাস, ডিএসবি কর্মকর্তা হাবিবুর রহমান, দুই সাক্ষী মো. সৈকত ও সাব্বির হোসেনকে দায়ী করেন। গত ২২ জুলাই ঢাকার পল্টনের বিজয়নগর এলাকা থেকে ফেনী জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিমকে (৫২) ফেনী মডেল থানা পুলিশ গ্রেপ্তার করে। পরে পুলিশ ফেনী শহরের রামপুরে তার বাসায় অভিযান চালায়। জসিমের স্ত্রী অভিযোগ করেন, তার স্বামীকে পুলিশ নিরস্ত্র আটক করে পরে অস্ত্র দিয়ে ফাঁসিয়ে দিয়েছে । আদালতের ব্যাঞ্চ সহকারী শাহ নুর আলম জানান, বিকেলে আদালতের এক শুনানিতে আগামী ৩০ দিনের মধ্যে অভিযোগের তদন্ত প্রতিবেদন জমা দিতে পিবিআইকে নির্দেশ দিয়েছেন।
অর্থ-বাণিজ্য: সপ্তাহের শেষদিনে পুঁজিবাজার আরও তলানিতে
অর্থ-বাণিজ্য: দেশের রিজার্ভ বেড়ে ৩২.৪৮ বিলিয়ন ডলার