প্রতিনিধি, লক্ষ্মীপুর

শনিবার, ০১ অক্টোবর ২০২২

দুর্বৃত্তদের গুলিতে প্রাণ গেল যুবলীগ নেতার

image

দুর্বৃত্তদের গুলিতে প্রাণ গেল যুবলীগ নেতার

শনিবার, ০১ অক্টোবর ২০২২
প্রতিনিধি, লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুর্বৃত্তদের গুলিতে আলাউদ্দিন পাটওয়ারী (৪৫) নামে যুবলীগের এক নেতা নিহত হয়েছেন। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের পোদ্দার বাজার দিঘিরপাড় এলাকায় তার ওপর গুলি ছোড়ার ঘটনা ঘটে। পরে তিনি মারা যান।

নিহত আলাউদ্দিন বশিকপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি এবং একই ইউনিয়নের রশিদপুর গ্রামের সাদেক পাটওয়ারীর ছেলে।

স্বজনরা জানান, আলাউদ্দিন মোটরসাইকেলে করে বাড়ির দিকে যাচ্ছিলেন। পোদ্দার বাজারের কাছেই দিঘিরপাড়ে পৌঁছালে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাকে গুলি করে। গুলির শব্দ শুনে স্থানীয়রা এগিয়ে আসেন। তাকে পাশের একটি পুকুরে পাওয়া যায়।

সেখান থেকে আলাউদ্দিনকে উদ্ধার করে প্রথমে পোদ্দার বাজারে একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় পরে তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জেলা হাসপাতালে যাওয়ার আগেই তার মৃত্যু হয় বলে জানান চিকিৎসক।

নিহতের চাচা জামাল হোসেন বলেন, ঘটনাস্থলে আলাউদ্দিন মুঠোফোনে কারো সঙ্গে কথা বলছিলেন। পাশের বাগানে অন্ধকারে ওত পেতে থাকা দুর্বৃত্তরা গুলি করে তাকে হত্যা করে। রাজনৈতিক প্রতিহিংসার জের ধরে এ ঘটনা ঘটতে পারে।

সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কমলা শীষ রায় বলেন, আমরা আলাউদ্দিনকে মৃত পেয়েছি। তার বুকে ছররা গুলির চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পর প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, পূর্বশত্রুতা বা আধিপত্য বিস্তার নিয়ে ঘটনাটি ঘটেছে। তবে কে বা কারা ঘটিয়েছে তা জানা যায়নি। এলাকায় অভিযান চলছে। জড়িতদের দ্রুত গ্রেপ্তারে আমরা কাজ করছি।

লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ সাংবাদিকদের বলেন, খবর পেয়ে হাসপাতালে গিয়ে পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেছি। আমি ঘটনাস্থলে যাব। এরপর বিস্তারিত বলা যাবে।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য নুরউদ্দিন চৌধুরী নয়ন দাবি করেছেন, এ ঘটনায় বিএনপির লোকজন জড়িত। তিনি বলেন, দীর্ঘদিন থেকে বিএনপির সন্ত্রাসীরা আওয়ামী লীগের নেতাকর্মীদের হুমকি দিচ্ছে। এ হত্যাকাণ্ড তারা ঘটিয়েছে। বিএনপির সন্ত্রাসীরা ফের তারা মাথাচাড়া দিয়ে উঠেছে। এ ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

এদিকে স্থানীয় সূত্র জানায়, আলাউদ্দিন বশিকপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সন্ত্রাসী বাহিনী প্রধান কাশেম জিহাদীর চাচাতো ভাই। তিনি জিহাদীর সহযোগী ছিলেন।

‘সারাদেশ’ : আরও খবর

» কিশোরগঞ্জে প্রকাশ্যে মাছ লুটের অভিযোগ

» বাংলাদেশ স্কাউটসে ৩ শাখার সর্বোচ্চ অ্যাওয়ার্ড বিতরণ

» ডেঙ্গু: হাসপাতালে ভর্তি ৯৭ হাজার ছাড়িয়েছে

» তারাগঞ্জে ফসলি জমির মাটি কাটায় জরিমানা

» মোরেলগঞ্জে কমিউনিটি ক্লিনিকে তালা, সেবাবঞ্চিত স্থানীয়রা

» নারায়ণগঞ্জে আগুনে ৩৫টি তৈরি পোশাকের দোকান পুড়ে ছাই

» কেশবপুরে যৌথবাহিনীর অভিযানে আটক যুবদল নেতার মৃত্যু

» টেকনাফে নৌ-বাহিনীর অভিযানে ৪টি অস্ত্র, ১০টি গ্রেনেড উদ্ধার

» সেলো মেশিনে হারবাং থেকেই মাসে কোটি টাকার বালু লুট

» কলারোয়ায় যথাযোগ্য মর্যাদায় ‘কলারোয়া মুক্ত’ দিবস পালিত

» গজারিয়া উপজেলায় শিক্ষক স্বল্পতার কারণে প্রাথমিক শিক্ষার বেহাল দশা

» ৫৩ বিজিবি’র অভিযানে ২ ভারতীয় চোরাকারবারিসহ আটক ৩

» তারাগঞ্জে বীর মুক্তিযোদ্ধা ও সহধর্মিণীর মরদেহ উদ্ধার

» মুন্সীগঞ্জে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পিং

» দুমকিতে জমে উঠেছে গরম পোশাক বিক্রি

» রাজশাহী সীমান্তে ভারতীয় সিরাপসহ আটক ১

» নবীগঞ্জে এশিয়ার অন্যতম বৃহৎ বিদ্যুৎ কেন্দ্র সামিট বিবিয়ানায় অগ্নিকান্ড

» চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে লাগেজে মিলল ৯০ লাখ টাকার সিগারেট

» হবিগঞ্জে ট্রাক চাপায় স্কুল শিক্ষক নিহত

» সোনারগাঁয়ে গ্যাস লিকেজ বিস্ফোরণে শিশুসহ আহত ৪

সম্প্রতি