জামালপুর পৌরশহরে ফেরীঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদে প্রতিমা বিসর্জনের সময় নদীতে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। অজ্ঞাত পরিচয়ের নিহত ওই যুবকের বয়স ৩০ বছর। উজ্জল শ্যামলা বর্ণের যুবকের পরনে ফুলপ্যান্ট ও গায়ে হলুদ চেক টিশার্ট ছিলো।
জামালপুর ফায়ার সার্ভিসের সিনিয়ন স্টেশন অফিসার মো.রবিউল ইসলাম আকন্দ জানান, সন্ধ্যায় ব্রহ্মপুত্র নদে প্রতিমা বিসর্জনের সময় ওই যুবক নদীতে পরে যায়। পরে ফায়ার সার্ভিসের ডুবরী দল রাত ৮টার দিকে তার মৃতদেহটি উদ্ধার করেন।
এলাকাবাসী জানায়, নিহত যুবক অতিরিক্ত মদ্যপান করায় নদীতে পরে সে আর উঠতে পারেনি।
জামালপুর সদর থানার ওসি কাজী শাহ্নেওয়াজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
অর্থ-বাণিজ্য: রিজার্ভ ফের ৩২ বিলিয়ন ডলার ছাড়ালো
অর্থ-বাণিজ্য: স্বর্ণের দাম বেড়েছে ১ হাজার ৫০ টাকা
অপরাধ ও দুর্নীতি: সাবেক মন্ত্রী গাজীসহ ৮জনের বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা