মোল্লাহাটে প্রতিপক্ষের হামলায় আহত যুবকের মৃত্যু

শুক্রবার, ০৭ অক্টোবর ২০২২
জেলা বার্তা পরিবেশক, বাগেরহাট

সন্ত্রাসী কর্মকান্ডে আলোচিত বাগেরহাটের মোল্লাহাট উপজেলা পল্লীতে তুচ্ছ ঘটনায় চাচাতো ভাইদের হামলায় আহত আজিজুল কাজী অবশেষে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৬ অক্টোবর) ভোরে মারা গেছেন। শনিবার (১ অক্টোবর) সকালে মোল্লাহাট উপজেলার সিংগাতী গ্রামে চা দোকানে কথা কাটাকাটিকে কেন্দ্র করে চাচাতো ভাই হেলাল কাজীর নেতৃত্বে সন্ত্রাসীরা আজিজুলকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। তাকে প্রথমে খুলনায় ও পরে ঢাকার একটি হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে তার মৃত্যু হয়।

মোল্লাহাট থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. মতিয়ার রহমান জানান, উপজেলার মৌপুরা গ্রামের ফরিদ কাজীর ছেলে আজিজুল কাজীকে তুচ্ছ ঘটনা নিয়ে বিরোধে তার চাচাতো ভাইয়েরা মারপিট করে। মারাত্মক আহত অবস্থায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সে। ওই ঘটনায় ১৩ জনের নামে মোল্লাহাট থানায় মামলা দায়ের হয়। মামলাটি থানার এসআই লিয়াকত আলী তদন্ত করছেন। এরপর চিকিৎসাধীন অবস্থায় আজিজুলের মৃত্যু হয়েছে বলে শুনেছি। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত মৃতদেহ মোল্লাহাটে এসে পৌঁছায়নি। এখন মামলাটি হত্যা মামলায় রূপান্তর হবে।

‘সারাদেশ’ : আরও খবর

» সুন্দরবনে কাঁকড়া ধরায় দুই মাসের নিষেধাজ্ঞা

সম্প্রতি